রবিবাসরীয় সকাল শুরু হতেই বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোড়ন! বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটিকে ফের বড়পর্দায় দেখার অপেক্ষা যে আর খুব বেশি দিনের নয়, তারই ইঙ্গিত মিলল সমাজ মাধ্যমে। দীর্ঘ বিরতির পর ‘ধুমকেতু’ মুক্তির মাধ্যমে এই জুটির প্রত্যাবর্তন দর্শকের মনে পুরনো স্মৃতি উস্কে দিয়েছিল। বক্স অফিসে ছবির সাফল্যের পর থেকেই অনুরাগীদের একটাই প্রশ্ন ছিল, এবার কি আবার ‘দেশু’ (Desu) ফিরবে? নানা জল্পনা চললেও এতদিন পর্যন্ত কেউই মুখ খোলেননি।
প্রসঙ্গত, ২০২৬ সালে দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা যাবে, এই খবর নতুন বছরের শুরুতেই আশার আলো দেখিয়েছিল। তবে ছবির নাম, গল্প বা পরিচালকের নাম কিছুই প্রকাশ্যে আসেনি। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছিল, এটি আদ্যোপান্ত একটি প্রেমের গল্প হতে চলেছে। পরিচালক হিসেবে একাধিক বড় নাম ঘোরাফেরা করলেও সবটাই ছিল অনুমানের স্তরে। দেব ও শুভশ্রী দু’জনেই জানিয়েছিলেন, ধীরে ধীরে সব চমক সামনে আনা হবে। এরই মাঝে রবিবার সকালে হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সেই ভিডিওতেই প্রথমবার স্পষ্ট করে জানানো হয় মুক্তির সময়। শুভশ্রী ভিডিওতে বলেন, “হাই আমি শুভশ্রী! আপনারা নিশ্চয়ই জানেন এবার পুজোয় আমার এবং দেবের আগামী ছবি ‘দেশু ৭’ আসছে। ইন্ডাস্ট্রিতে দেবেন কুড়ি বছর কমপ্লিট হতেই বিরাট বড় একটা অনুষ্ঠান করে, কিন্তু আমাকে ডাকেনি। ‘শু’ ছাড়া ‘দে’ কি আদেও সম্ভব? দেশু ছাড়া কি দেব বা শুভশ্রীর কোন উদযাপন হয়? তাই আগামীকাল আমরা একসাথে প্রথমবার ফেসবুক লাইভে আসছি। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখে ফেলুন।
দেশু থাকবে আর কোন বড় ধামাকা হবে না তা কি হয়? তাই কাল আমরা এমন একটা চমক নিয়ে আসছি আপনাদের জন্য, যেটা ভারতবর্ষের কোনও ইন্ডাস্ট্রিতে আজ অব্দি হয়নি!” ভিডিওর এই ঘোষণার পরই স্পষ্ট হয়ে যায়, দুর্গাপুজোতেই মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। জানা গেছে, আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় আসবে ছবিটি। যদিও এখনও পর্যন্ত ছবির পরিচালক বা সম্পূর্ণ নাম ঘোষণা করা হয়নি। তবু পুজোর মরসুমে দেব-শুভশ্রী মানেই যে আলাদা উত্তেজনা, তা বলার অপেক্ষা আর না।
আরও পড়ুনঃ ফেসবুক লাইভে বি’স্ফোরক অভিযোগ থেকে ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহ*ত্যার চেষ্টা! ভেঙে পড়েও হার মানেননি, এবার বড়পর্দায় দেবলীনা নন্দী! দেখা যাবে কোন ছবিতে?
নস্ট্যালজিয়া আর নতুনত্বের মিশেলে এই ছবি দর্শকের মনে আলাদা জায়গা করে নেবে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি। উল্লেখ্য, এটি দেব-শুভশ্রীর সপ্তম ছবি হতে চলেছে। কানাঘুষো চলছে, ছবিটি সিক্যুয়েলও হতে পারে, কারণ দেব আগেই পুজোয় মুক্তি নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে দীর্ঘদিনের দূরত্ব ভুলে এক মঞ্চে ফিরে আসা এই জুটিকে ফের একসঙ্গে দেখার উত্তেজনা এখন তুঙ্গে। সব মিলিয়ে, পুজোর আগে ‘দেশু ৭’ যে বক্স অফিসে আবার বড়সড় ঢেউ তুলতে পারে, তা নিয়ে সন্দেহের খুব একটা জায়গা নেই।






