শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। মঙ্গলবার আউটডোরে চলছিল ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের শুটিং। কাজের মাঝেই তীব্র মাথাব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। প্রথমে ওষুধ খেয়েও ব্যথা না কমায় চিন্তা বাড়ে। সহকর্মীরা দ্রুত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেন।
ওষুধে কাজ না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তাতেও স্বস্তি না পাওয়ায় হঠাৎ বমি শুরু হয় অভিনেত্রীর। সেটে উপস্থিত সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। অভিনেত্রীর সহায়িকা আনন্দবাজার ডট কমকে জানান, তখনই আর ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালে পৌঁছনোর পর প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। আপাতত বড় কোনও জটিলতা ধরা পড়েনি বলেই চিকিৎসকদের দাবি। তবে মাথাব্যথার প্রকৃত কারণ জানতে আরও কিছু পরীক্ষা প্রয়োজন। সেই কারণেই চিকিৎসকেরা বুধবার এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন। সতর্কতার জন্যই তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবার ও সহকর্মীদের আশ্বস্ত করে রণিতার সহায়িকা জানান, এই মুহূর্তে অভিনেত্রী বিপন্মুক্ত নন। তিনি কথা বলছেন এবং আগের তুলনায় অনেকটাই ভালো বোধ করছেন। যদিও রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই থাকতে হবে। শুটিং সেটে বমির ঘটনা ঘটায় শরীর নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি কেউই।
আরও পড়ুনঃ বিদেশ সফরের ফাঁকেই নতুন ইনিংসের প্রস্তুতি, ছোটপর্দায় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়! বড়পর্দায়ও নিজের জীবনীছবির অংশ হবেন তিনি? ছবির নায়িকা কে?
উল্লেখ্য, বর্তমানে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে টানটান উত্তেজনার পর্ব চলছে। অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে রণিতার জুটি দর্শকদের মন জয় করেছে। এমন গুরুত্বপূর্ণ সময়েই অভিনেত্রীর অসুস্থতার খবর উদ্বেগ বাড়িয়েছে ভক্তদের মধ্যে। সকলেই এখন তাঁর দ্রুত আরোগ্যের অপেক্ষায় রয়েছেন।






