২০২১-এ ভাইফোঁটা আর ২০২৬-এ বিয়ে! ভাইফোঁটার ছবি ঘিরে নতুন বিতর্ক! পাঁচ বছরের সম্পর্কের দাবিতে প্রশ্ন তুললেন অনিন্দিতা!

বুধবার রাতে বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খোলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। সমাজমাধ্যমে করা সেই পোস্টে ঋতিকা দাবি করেছিলেন, গত পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও সেই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই মুছে দেন তিনি। ঠিক তার পরেই সামনে আসে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন করে জোর বিতর্ক।

ভাইফোঁটার এই ছবি দেখেই প্রশ্ন তুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ছবিটি যদি সত্যিই ২০২১ সালের নভেম্বরে তোলা হয়ে থাকে, তাহলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কের দাবি কীভাবে সত্যি হয়। অনিন্দিতা স্পষ্ট ভাষায় বলেন, খড়্গপুরের বাড়িতেই এই ভাইফোঁটার ছবি তোলা হয়েছে। তাঁর দাবি, এই ছবি প্রমাণ করে তিনি এতদিন যা বলে আসছেন তা মিথ্যে নয়। ভাই হিসেবে ভাইফোঁটা দেওয়া একজন মানুষকে পরে বিয়ে করা কীভাবে সম্ভব সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অনিন্দিতার অভিযোগ, বিষয়টি ভাবতেই তাঁর অস্বস্তি হচ্ছে এবং পুরো ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। তিনি আরও বলেন, এতদিন চুপ করে ছিলেন শুধুমাত্র পরিবারের সম্মানের কথা ভেবে। কিন্তু বারবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে নীরব থাকা আর সম্ভব হয়নি। তাঁর দাবি, শুধু তাঁর উপর নয় তাঁদের মেয়ের উপরও গত কয়েক বছরে চরম মানসিক চাপ সৃষ্টি হয়েছে।

অনিন্দিতা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে হিরণ নিয়মিত খড়্গপুর ও কলকাতার বাড়ির মধ্যে যাতায়াত করতেন। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন কখনওই ছিল না। এমনকি ২০২৪ সালে তাঁরা একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। সেই সময়ই প্রথম ঋতিকার নাম কানে আসে অনিন্দিতার। তবে তখন হিরণ জানিয়েছিলেন, ওই তরুণী তাঁকে ভয় দেখাচ্ছে। স্বামীর কথায় বিশ্বাসও করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে তোলপাড়! ‘ওই মেয়েটা ব্যাংক ডিটেলস চেয়েছে, সব ও নিয়ে নেবে…’ বিয়ের পরেই সম্পত্তি নিয়ে টানাটানি দুই স্ত্রীর!

সব অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেও এখনও নীরব রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তিনি কোথায় আছেন বা এই বিতর্ক নিয়ে কী বলবেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে। ভাইফোঁটার একটি ছবি ঘিরেই এখন প্রশ্নের মুখে পাঁচ বছরের সম্পর্কের দাবি, আর তার সঙ্গে জড়িয়ে আরও গভীর হচ্ছে এই পারিবারিক বিতর্ক।

You cannot copy content of this page