মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক। রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর অকালমৃ’ত্যুতে শো’কের ছায়া নেমে এসেছে ওড়িয়া বিনোদন মহলে।
তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি কোমায় চলে যান এবং তাঁকে ভর্তি করা হয় ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। প্রায় দু’মাস পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নানা জটিলতা তখনও ছিল।
চিকিৎসকদের সূত্রে জানা যায়, হৃদ্রোগের পাশাপাশি তাঁর স্নায়ুর সমস্যা, নিউমোনিয়া, লিভারের জটিলতা, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি এবং র’ক্তজনিত সমস্যাও ছিল। এই সব মিলিয়েই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
সেপ্টেম্বর থেকে আইসিইউতেই ছিলেন অভিজিৎ। নভেম্বরে কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তখন তিনি সচেতন ছিলেন এবং ট্র্যাকিওস্টোমি টিউবের মাধ্যমে নির্দেশেও সাড়া দিচ্ছিলেন। এমনকি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথাও ভাবা হয়েছিল।

আরও পড়ুনঃ মা সরস্বতীর সামনে বসে ছবি তুলে বিতর্ক, মায়ের মুখ ঝাপসা থাকায় ফের ট্রোলের মুখে নুসরত
কিন্তু ২৩ জানুয়ারি ফের অসুস্থ হয়ে পড়েন তিনি এবং দ্রুত অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত রবিবার সকালে তাঁর মৃ’ত্যু হয়। সংগীত পরিচালকের নাম, অভিজিৎ মজুমদার (Abhijit Majumdar)। অসংখ্য জনপ্রিয় ওড়িয়া ছবির সুরকারের প্রয়াণে সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।






