আজ, মঙ্গলবার সন্ধ্যা নামতেই সংগীতজগতের অনুরাগীদের মধ্যে যেন অদ্ভুত এক নীরবতা নেমে এলো! কোনও আগাম ইঙ্গিত ছাড়াই নিজের সমাজ মাধ্যমের পাতায় একটি বার্তা শেয়ার করেন ‘অরিজিৎ সিং’ (Arijit Singh) আর সেটাই মুহূর্তে ছড়িয়ে পড়ে আ’গুনের মতো। গায়কের থেকেও, মানুষ অরিজিৎ সিং মানেই যেন এক বিশেষ অনুভূতি। টলিউড-বলিউডে তাঁর কণ্ঠ ছাড়া প্রেম, বেদনা বা একাকীত্বের আবহ যেন পূর্ণতা পায় না, এমনটাই মনে করেন বহু শ্রোতা। বছরের পর বছর ধরে তাঁর গান দেশজুড়ে অগণিত মানুষের ব্যক্তিগত স্মৃতির অংশ হয়ে উঠেছে।
কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই তাঁর ব্যক্তিত্ব নিয়ে নানা আলোচনা থেকেছে! কখনও তাঁকে খামখেয়ালি বলা হয়েছে, কখনও আবার সংবেদনশীল শিল্পী হিসেবেই দেখেছেন অনেকে। লাইভ অনুষ্ঠানেও তাঁর আবেগপ্রবণ মুহূর্তও কম নেই। কিছুদিন আগে একটি কনসার্টে মাইক্রোফোনের যান্ত্রিক সমস্যায় বিরক্ত হয়ে তিনি হঠাৎ উত্তেজিত প্রতিক্রিয়া জানান, সেই ঘটনাটিও পরে ভাইরাল হয়। যদিও সেই মুহূর্তটি ছিল হঠাৎ বিস্ফো’রণ, পরের অংশে তাঁকে আবারও নিজের মতো করে সুরে ফিরতে দেখা যায়।
মঞ্চে তাঁর এই অসন্তোষ, বিরক্তি আবার নিজেকে সামলে নেওয়া মিলিয়েই তাঁকে অনেকের কাছে বাস্তব মানুষ হিসেবেই তুলে ধরে। তাঁর কর্মজীবনের শুরুতেও ছিল উত্থান-পতনের গল্প। বড় তারকাদের সঙ্গে ভুল বোঝাবুঝি, ইন্ডাস্ট্রির চাপের মধ্য দিয়েই ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছেন তিনি। প্লেব্যাক গানের জগতে যে স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা তিনি অর্জন করেছেন, তা খুব কম শিল্পীর ভাগ্যে জোটে। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্তকে অনেকে কেবল পেশাগত পরিবর্তন নয়, এক যুগের অবসান হিসেবেও দেখছেন।
সম্প্রতি পোস্টে তিনি লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এত বছর ধরে একজন শ্রোতা হিসেবে যে অঢেল ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। আজ আমি জানাতে চাই যে, এখন থেকে আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন কাজ গ্রহণ করব না। এখানেই আমি সেই অধ্যায়ের ইতি টানছি। এই যাত্রাটা সত্যিই অসাধারণ এবং স্মরণীয় ছিল।” আর এই ঘোষণাই এখন আলোচনার কেন্দ্রে।
আরও পড়ুনঃ “আমি তাঁকে চিনি না, তবু বলছি…” সাদা শাড়িতে হিন্দু বিয়ে ঘিরে নেটপাড়ায় তুমুল সমালোচনার মাঝে মুখ খুললেন মমতা শঙ্কর! রীতি বনাম স্বাধীনতা বিতর্কে, কী স্পষ্ট বার্তা তাঁর?
তবে তাঁর ঘোষণার পরেও একটি বিষয় পরিষ্কার যে শ্রোতাদের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। নতুন প্লেব্যাক না করলেও তাঁর আগের গানগুলো, লাইভ পারফরম্যান্স বা অন্য সৃজনশীল পথে তাঁকে দেখার আশাই করছেন ভক্তরা। অরিজিৎ সিং নিজেই তাঁর বার্তায় কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন, আর সেটাই যেন তুলে ধরেছে শিল্পী আর শ্রোতার বন্ধন কোনও সিদ্ধান্তেই থেমে থাকে না, কেবল রূপ বদলায়। অনেকেই যদিও অনুরোধ করছেন এই বিরতি যেন সাময়িক হয়, চিরকালীন নয়! বাকিটা সময় বলবে।






