বাবার কণ্ঠে ভক্তিগীতি, চোখে-মুখে মুগ্ধতা রাসামৃতার! বাবার কাছেই মন দিয়ে, একরত্তি কন্যা শিখছে কৃষ্ণভক্তির প্রথম পাঠ! গৌরব-চিন্তামণির আধ্যাত্মিক সংসারের ঝলক, আবারও মন ছুঁয়েছে সকলের!

একসময় যাঁকে শ্রীকৃষ্ণ রূপে দেখেছেন ছোটপর্দার দর্শক, সেই অভিনেতা গৌরব মণ্ডলের (Gourab Mondal) জীবন এখন বিনোদন জগতের চাকচিক্যের বাইরে, কৃষ্ণভক্তিকে কেন্দ্র করে কাটছে। কেরিয়ারের ভালো সময়েই তিনি অভিনয়ে জগৎ ছেড়ে বেছে নিয়েছেন বৃন্দাবনের জীবন! বর্তমানে সেখানেই পেয়েছেন নিজের ছোট্ট সংসার। নিত্য সাধনা আর ঈশ্বর সেবাতেই সুখী তিনি। এক সময়ের রাশিয়ান, বর্তমানে বৃন্দাবনের দাসী, স্ত্রী চিন্তামণি ডায়ানা (Chintamani Diana) এবং তাঁদের কন্যা ‘রাসামৃতা রাধে’কে (Rasamrita Radhe) নিয়ে এই নতুন জীবনের প্রতিটি মুহূর্ত স্বপ্নের থেকে কিছু কম নয় তাঁর কাছে।

বিনোদন জগত থেকে দূরে থাকলেও, সমাজ মাধ্যমে গৌরব খুব সক্রিয়। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে জীবন যাপনের ছোটখাটো মুহূর্ত তুলে ধরেন সেখানে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সকলে, গৌরবের ছোট্ট পরিবারকে। সেই ভিডিওটিতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গৌরব গাইছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির জনপ্রিয় হওয়া ভক্তিগীতি “ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা”। আর বাবার পাশে ছোট্ট রাসামৃতা, চোখ বড় বড় করে গান শুনছে।

বাবার মুখের দিকে তাকিয়ে থাকা সেই নিষ্পাপ মনোযোগই ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে। সেখানে রাসামৃতার হাসি, তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখে অনেকেই বলছেন, ‘ভক্তির আবহে বড় হলে শিশুর অনুভবও অন্যরকম হয়।’ নেটিজেনদের মতে, এই মুহূর্তে কোনও অভিনয় নেই, নেই সাজানো আবেগ। আছে শুধু বাবা আর মেয়ের সহজ সম্পর্ক। গানের প্রতিটি লাইনে যে ভাব ধরা পড়ে, তা হয়তো ছোট্ট শিশুটি বুঝবে না, কিন্তু অনুভব যে করছে, তা তার চোখেমুখেই স্পষ্ট।

প্রসঙ্গত, অভিনেত্রী জ্যাসমিনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই গৌরবের মনে আধ্যাত্মিকতার ছোঁয়া লাগে। এর কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। তারপর বৃন্দাবনে গিয়েই স্থায়ী জীবন বেছে নেন তিনি। এখন স্ত্রী চিন্তামণিকে তিনি এই আধ্যাত্মিক যাত্রায় তাঁর পাশে পেয়েছেন। গত বছর শুরুতেই তাদের বিয়ে হয় এবং কিছুদিনের মধ্যেই জানা যায়, সংসারে ছোট্ট অতিথি আসছে। যথারীতি রাধাষ্টমীর দিন সবাইকে জানিয়ে দেন যে, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিচ্ছেদ ঘোষণার পরই, পাহাড় সফরে অভিনেতার স্ত্রীর সঙ্গে ‘ঘ’নিষ্ঠ’ সঙ্গী! টলিউডের জনপ্রিয় গায়কের হাত ধরে প্রাক্তনের জীবনে নতুন বসন্ত? টলিপাড়ায় জোর ফিসফাস!

মেয়ের নামও গৌরব রাখতে চেয়েছিলেন আধ্যাত্বিক অথচ শ্রুতি মধুর। এর আগেও গৌরব বহুবার বলেছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এই সন্তান। পর্দার কৃষ্ণের চেয়েও বাস্তবের বাবার ভূমিকায় তাঁকে যে আরও পরিপূর্ণ মনে হচ্ছে, এই ছোট্ট ভিডিওই তার প্রমাণ। অনুরাগীরাও সমাজ মাধ্যমে আশীর্বাদ করছেন তাদের। কেউ কেউ বলছেন, বাবা ও মায়ের ভক্তিভাবের ফলস্বরূপ, এত ছোট্ট বয়সেই মেয়ের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রকাশ। সব মিলিয়ে সুর, শান্তি আর সাধারণতার মধ্যে দিয়েই যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়, গৌরবের সংসার যেন সেটাই মনে করিয়ে দেয়।

You cannot copy content of this page