খোলামেলা পোশাক, ভিজে শরীরে স্পষ্ট ক্লি’ভে’জ! বু’কের উপর হাত! বাথরুম থেকে ভাইরাল ‘পাখি’ মধুমিতার ফটো

ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। একসময় ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন বিশাল। আর তারপরই বড় পর্দায় উঁকি মারেন তিনি। একের পর এক কাজ করে গিয়েছেন অভিনেত্রী। ওয়েব সিরিজেও তিনি সমান তালে গান করেছেন। ‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝো না’ সহ বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে কাজ করেছেন মধুমিতা সরকার।

এরমধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝো না’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতায় মুঠোফোনের দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মধুমিতা সরকার। চলতি বছরে চিনি ২-তে শেষ দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ মধুমিতা।

ঘুরতে যাওয়ার মুহূর্ত হোক বা ফটোশ্যুট কিংবা রিল ভিডিও, শেয়ার করতে ভোলেনা তিনি কখনও, এভাবেই ভক্তদের কাছাকাছি থাকার ট্রিকসটা বেশ ভালোই অর্জন করেছেন। উইকেন্ডে ফের ধামাকা দিলেন অভিনেত্রী। একবার ইনস্টা, আর তারপরই ফেসবুক- রিল সাথে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর তুললেন মধুমিতা। শুক্রবার ইনস্টা হ্যান্ডলে খোলামেলা পোশাকে বো’ল্ড আন্দাজে একটি রিল ভিডিও শেয়ার করেন।

Bengali serial

ঠিক তার পরের দিন শনিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভাইরাল হলেন তিনি। ব্ল্যাক কালারের খো’লামেলা পোশাকে বো’ল্ড আন্দাজের সেই ছবিতে শ’রীরী বিভঙ্গে ঝড় তুলেছে নেটপাড়ায়। ছবির ব্যাকগ্রাউন্ড ছিল আবছা। হলুদ একটা স্পট লাইট এসে পড়েছে অভিনেত্রী মুখে ও শরীরে। অভিনেত্রীর গা ভেজা, মনে হচ্ছে বাথ’রুমে স্নান করে শ্যুটটি করেছেন।

Bengali serial

সেই ছবি শেয়ার করতেই একেবারে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সে’ক্সি এক্সপ্রেসনে মাত দিয়েছেন মধুমিতা। খোলামেলা পোশাকে মধুমিতার উন্মুক্ত ব’ক্ষ বিভাজিকায় বুঁদ ভক্তরা। একদিকে অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করে চলেছেন, অন্যদিকে হ’ট অবতারে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছেন মধুমিতা সরকার। দেশিলুক থেকে ওয়েস্টার্ন আউটফিট সবতেই বাজিমাত করেছেন অভিনেত্রী।

You cannot copy content of this page