“ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না! আমি যা পাচ্ছি সবটাই ভাগ্য…” অভিনয় জগতের সতেরো বছর পার! আজও নতুন করে নিজেকে খুঁজছেন প্রেরণা ভট্টাচার্য

টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee)। অনেকগুলি বছর হয়ে গেল টলিউড ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন। মূলত তাঁকে দেখা গিয়েছে টেলি পর্দার একাধিক ধারাবাহিকে। দেখতে দেখতে সতেরো বছর পার হয়েছে অভিনয় অধ্যায়ের। এরই মাঝে একান্ত সাক্ষাৎকারে একাধিক বিষয়ে কথা বললেন অভিনেত্রী। ‌

“আমি যা পাচ্ছি বা পেয়েছি সবটাই ভাগ্য…”- প্রেরণা

টেলিভিশনের একাধিক ধারাবাহিকে নানান নজরকাড়া চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর কথায়, তিনি নানান রঙের ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে প্রথম দিন যেদিন তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন, সেদিন তো কিছুই জানতেন না। ‌ধীরে ধীরে শিখেছেন। আর শিখতে শিখতে পোক্ত হচ্ছেন।

নিজের একশো শতাংশ দিয়ে প্রত্যেকটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন ‘জগদ্ধাত্রীর’ সাংভী। জি বাংলার হিট মেগা জগদ্ধাত্রীতে তিনি অভিনয় করছেন সাংভী চরিত্রে। সিরিয়ালের তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। জগদ্ধাত্রীর শুটিং ফ্লোর নিয়ে অভিনেত্রী বলেন, খুব মজা করে কাজ হয়। ‌খুব সুন্দর একটা টিম পেয়েছেন।

Bengali serial

দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি ১৭ বছর কাটিয়ে দিয়েছেন। ‌এতগুলো দিনে বেশ পরিপূর্ণ হয়েছে অভিজ্ঞতার ঝুলি। তিনি বললেন, শেষ সাত থেকে আট বছরের মধ্যে তিনি আরো অনেক ম্যাচিওর হয়েছেন। এতদিনে যা শিখেছেন, আগামী দিনে তার পূর্ণ ব্যবহার তিনি করতে চান। আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে চান অভিনীত চরিত্রদের। ‌

আরও পড়ুনঃ অনুরাগের ট্র্যাকে ফিরছে রূপা! বড় রূপার চরিত্রে অভিনয় করছেন কে? কতটা মানাল নতুন নায়িকাকে?

ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়? প্রশ্নের উত্তরে প্রেরণা বলেন, কর্মক্ষেত্রে বন্ধু হয় না। এমন কিছু মানুষজন তৈরি হয় যাদের সাথে সুসম্পর্ক রাখা হয়। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এমন বহু মানুষের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। আর ঠিক এমন ভাবে কিছু মানুষ তাঁর কাছের মানুষে পরিণত হয়েছে। তবে এখনো অনেকটা পথ বাকি। আরো গুছিয়ে কাজ করতে চান প্রেরণা।