টলিউডে অভিকার কামব্যাক! রাজ চক্রবর্তীর প্রযোজনায় প্রিয় ‘রানী’ এবার নতুন ভূমিকায়! উচ্ছ্বসিত অনুরাগীরা, আসছে কোন নতুন ধারাবাহিক? জুটি বাঁধবেন কি অর্কপ্রভর সঙ্গেই?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani) দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল, আর সেই কারণেই আজও নায়িকা ‘রানী’ ওরফে ‘অভিকা মালাকার’ (Abhika Malakar) এবং তাঁর পর্দার সঙ্গী ‘দূর্জয়’ ওরফে ‘অর্কপ্রভ রায়’-এর (Arkaprovo Roy) জুটিকে ভোলেননি অনুরাগীরা। ধারাবাহিক শেষ হলেও অনুরাগীদের আশা ছিল, আবারও ফিরবে সেই প্রিয় জুটি। যদিও একসঙ্গে তাঁদের আর দেখা মেলেনি, তবুও অভিকা পুরনো কাহিনির আবহে ফিরেছিলেন, তবে অন্য প্ল্যাটফর্মে।

টলিউড থেকে সরে তিনি পা রেখেছিলেন বলিউডে, যেখানে স্টার প্লাসের ‘পকেট মে আসমান’ ধারাবাহিকে অভিনয় করেন। এই সিরিয়াল ছিল তোমাদের রানীর গল্পেরই হিন্দি সংস্করণ, আর সেখানেই অভিকার বিপরীতে ছিলেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ ‘ফারমান হায়দার’। পর্দায় অভিকা ও ফারমানের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল, যেমনটা ঘটেছিল তোমাদের রানীর সময়ও। টিআরপি তালিকায় এই ধারাবাহিকও দারুণ সাড়া ফেলেছিল। তবে কিছুদিন পর থেকেই গল্পের গতি এতটাই দ্রুত হয়ে ওঠে।

দর্শকদের মনে সন্দেহ জাগে ধারাবাহিকের স্থায়িত্ব নিয়ে। খুব দ্রুতই গল্পে লিপ আনা হয়, আর শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হয়—মাত্র ছ’মাসের মধ্যেই ইতি টানা হয় পকেট মে আসমানর যাত্রায়। সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে যায়, অথচ নতুন কোনও প্রোজেক্টে দেখা যায়নি অভিকাকে। এখন কি করছেন তিনি? এক সময়ে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, তিনি ভাল মানের চিত্রনাট্যের অপেক্ষায় আছেন, তাই কাজে ফেরার আগে সময় নিচ্ছেন।

ফলে অনুরাগীরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন তাঁর প্রত্যাবর্তনের জন্য। প্রায় বছরখানে অপেক্ষার পর, অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সুখবর। আবার বাংলার ছোটপর্দায় ফিরছেন অভিকা মালাকার, যদিও কোনও নতুন মেগায় নয়। একটি পুরনো জনপ্রিয় ধারাবাহিকের বিশেষ পর্বে অতিথি শিল্পী হিসেবে তাঁকে দেখা যাবে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি ‘গৃহপ্রবেশ’-এর এই পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শুটিং সেটে ছিলেন ধারাবাহিকের সহ-পরিচালক ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ও।

আরও পড়ুনঃ “ধারাবাহিকের কাজ এখন ‘অফিসে’ কাজ করার মতো!” “সময় বেঁধে শুটিং, গল্প কোথায় যাবে কেউ জানে না!”— বাংলা টিভির বর্তমান চিত্র নিয়ে স্পষ্ট বক্তব্য রীতা চক্রবর্তীর! বিনোদনের ধারা পরিবর্তনে আক্ষেপ করে কি বললেন তিনি?

নাচ-গানে ভরপুর ছিল সেই বিশেষ দিনের পরিবেশ। এই বিশেষ পর্বে অভিকা থাকবেন নিজের চরিত্রেই, অর্থাৎ তিনি অভিনয় নয়, বরং নিজের নামেই উপস্থিত থাকবেন। সম্প্রতি সেই শুটিংয়ের কিছু ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস চরমে উঠেছে। সমাজ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, অতিথি শিল্পী হিসেবে ফেরা হয়তো ইঙ্গিত দিচ্ছে, খুব তাড়াতাড়ি তাঁকে আবারও স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।