টেলিভিশন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জনপ্রিয় খলচরিত্র ‘মিশকা’ হিসেবে পরিচিত অহনা দত্ত (Ahona Dutta) শীঘ্রই মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন। মাত্র ২২ বছর বয়সে মা হতে যাওয়া এই অভিনেত্রী বর্তমানে শুটিংয়ের পাশাপাশি আসন্ন মাতৃত্বের প্রস্তুতিতে মগ্ন। স্বামী দীপঙ্কর, যিনি পেশায় রূপসজ্জাশিল্পী, তাঁর সঙ্গে ভাগ করে নিচ্ছেন জীবনের এই নতুন অধ্যায়ের প্রতিটি অনুভূতি।
অহনা আশা করেন, তাঁর সন্তান, সে পুত্র হোক বা কন্যা, হবে সুশীল ও সুনাগরিক। তিনি বলেন, “কন্যা বা পুত্র, যে-ই আসুক, সে বাধ্য হবে, সভ্য হবে। প্রকৃত মানুষ হবে। মান এবং হুঁশ— দুটোই থাকবে তার।” তিনি আরও যোগ করেন, “যে-ই ভূমিষ্ঠ হোক, শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ হোক। মা হিসাবে এটাই চাওয়া আমার।” কিন্তু নিজের মা-বাবার ক্ষেত্রে কি এই প্রত্যাশা পূরণ হয়নি?
কারণ তাঁদের সঙ্গে অহনার সম্পর্ক এখন অনেকটাই শীতল। ২০২২ সালে মায়ের বারণ সত্বেও দীপঙ্কর রায়ের হাত ধরে বাড়ি ছাড়েন অহনা। এরপর থেকেই মায়ের চোখে ধীরে ধীরে বিষ হয়ে ওঠেন অহনা। অহনাকে নিয়ে প্রায়শই বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় চন্দনা (অহনার মা) কে। তাঁদের অভিযোগ, মেয়ে তাঁদের অসম্মান করে নিজের মতো করে সংসার সাজিয়েছেন। সেই ক্ষোভ প্রকাশ পায় সামাজিক মাধ্যমেও।
শুক্রবারও অহনার মা চন্দনা দত্ত একটি পোস্ট করেন, যেখানে অভিনেত্রী ধনশ্রী বর্মার সদ্য প্রকাশিত একটি গানের লাইন উল্লেখ করে অহনাকে ট্যাগ করেন। গানের মূল ভাবনা, “শোয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে যায়।” মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন যে এতদিন পরেও মেটেনি, সেই পোস্ট যেন ফের তা প্রমাণ করল। তবে সেই পোস্ট অহনাকে বিন্দুমাত্র স্পর্শ করেনি বলেই জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে অহনা সোজাসাপ্টা বলেন, “মা-বাবাকে নিয়ে আর মাথা ঘামাই না।
আরও পড়ুনঃ অ্যাসবেস্টসের ঘর থেকে অট্টালিকা! কষ্টের সময় পেরিয়ে জীবনে আজ সফল সায়ক চক্রবর্তী! তার জীবনের গল্প চোখে জল আনবে আপনার
ওঁরা খোঁজ নেন না, আমারও প্রয়োজন পড়ে না। স্বামী, শ্বশুরমশাইকে নিয়ে দিব্যি আছি।” অভিনেত্রীর বলেন, “মিশকা আসলে কিন্তু দুষ্টু নয়, খলনায়িকাও নয়। ও শুধু সূর্যকে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসার জন্যই ও সব কিছু করতে রাজি, অনেকটা আমার মতোই।” অহনার দাবি, তিনিও ভালোবাসার কাঙাল। যাঁর কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পান, তাঁর কাছেই নিজেকে সমর্পণ করেন।
অহনার ব্যক্তিগত জীবনের এই দোলাচল যেমন আলোচনার বিষয় হয়েছে, তেমনই তাঁর মাতৃত্বের খবরেও আনন্দিত অনুরাগীরা। ভবিষ্যতে তাঁর সন্তান যদি নিজের ইচ্ছেতে জীবন চালাতে চায়, তাহলে অহনা তাকে সবসময় আগলে রাখবেন। তিনি বলেন, “আমার মেয়ে যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে, আমি বুক দিয়ে আগলাব। ও যেন আমার মতো অভিজ্ঞতার সম্মুখীন না হয়, সেটাই চাই।”
“অনেকে আমাকে নিয়ে কার্টুন আঁকেন, বেশ লাগে! আমার স্ত’ন এতটা সুন্দর না, যতটা তাঁরা আঁকেন।”— নিজের ‘স্ত’ন-ফোকাসড’ কার্টুন প্রিন্ট করে রেখেছেন! স্বস্তিকার এই হাটখোলা স্বীকারোক্তিতে নেটপাড়ার লজ্জা!