ইতিমধ্যেই সমাজ মাধ্যমে যে খবর একেবারে ভাইরাল, তা হলো জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার পর্দায় বাঙালির প্রিয় ‘দাদা’, ‘সৌরভ গাঙ্গুলী’ (Sourav Ganguly) ! তবে শুধুমাত্র ‘দাদাগিরি’ই (Dadagiri) নয়, সঙ্গে থাকছে আরও এক চমক! স্টার জলসাতে দাদার সঞ্চালনায় আসছে ‘বিগ বস বাংলা’র (বিগ Boss Bangla) একেবারে নতুন সিজন! এই দুই জনপ্রিয় রিয়েলিটি শো একসঙ্গে নিয়ে দাদার নতুন অধ্যায়, নিঃসন্দেহে বাংলা বিনোদন জগতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
‘দাদাগিরি’ মানেই যেমন বুদ্ধির খেলা, আবেগের গল্প আর দাদার পারদর্শী সঞ্চালনা, তেমনি ‘বিগ বস’ও নতুন প্রজন্মের কাছে বিনোদনের এক অন্যতম উৎস। এতদিন দাদাগিরির সঙ্গে জি বাংলার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও এবার তা সম্প্রচারিত হবে স্টার জলসায়, তবে একই সাথে থাকছে ‘বিগ বস বাংলা’র নতুন সিজনও, যার সঞ্চালক হিসেবে থাকছেন সৌরভ নিজেই! অর্থাৎ স্টার জলসা এবার ‘দাদার দ্বৈত ইনিংস’-এর জন্য তৈরি!
তবে ‘বিগ বস বাংলা’ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে কারণ এটি কেবলমাত্র একটি রিয়েলিটি শো নয়, বরং বাংলার বিনোদন জগতের ব্যক্তিত্বদের রোজকার দিনের আবেগ, রাগ, টানাপোড়েনের একটুকরো ঝলক। এতদিন হিন্দি টেলিভিশনের দর্শকরা এই রিয়েলিটি শোয়ের উত্তেজনা উপভোগ করতেন, এবার বাংলার দর্শকের জন্য বাংলা ভাষায় আসছে ‘বিগ বস’, সঙ্গে বাংলার একমাত্র ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী, এ যেন অনেকের কাছেই হতে চাঁদ পাওয়ার মতন!
তবে এবার জানা গেল, বাংলার ‘বিগ বস’-এ সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি সঞ্চলিকা হিসেবে থাকছেন আরও দু’জন জনপ্রিয় অভিনেত্রী—পল্লবী শর্মা (Pallavi Sarma) এবং সৃজলা গুহ (Srijla Guha) ! পল্লবীর জন্য এটি ঘর ওয়াপসির মতন, কারণ অভিনয় জীবনের প্রথম সফল ধারাবাহিক ছিলো ‘কে আপন কা পর’ স্টার জলসার পর্দায়। এরপর জি তে গিয়েও বাজিমাত করেন, অবেশেষে ঘরে ফিরছেন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল যে স্টার এর আসন্ন ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
কিন্তু এবার সামনে এলো এই খবর। সৃজলাও স্টার জলসারই মেয়ে, পেশায় মডেল সৃজলা প্রথম ধারাবাহিকে অভিনয় করেন স্টার জলসার ‘মন ফাগুন’য়, এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছোট পর্দার পাশাপাশি সমাজ মাধ্যমেও তাঁর ভালো প্রচুর ফ্যানবেস রয়েছে। খবর মিলেছে দুই টেলিভিশন অভিনেত্রী তাঁদের লুক এবং অভিনয় দিয়ে, আবারো মাতিয়ে তুলবেন মঞ্চ।
আরও পড়ুনঃ শুটিং সেটেই সপাটে চড় খেলেন চুমকি চৌধুরী! বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়িকার গায়ে হাত তুলেছিলেন কে?
সৌরভের ধীরস্থির অথচ ব্যক্তিত্বময় সঞ্চালনার সঙ্গে পল্লবী-সৃজলার প্রাণবন্ততা, একত্রে মিলিয়ে এক অন্য পর্যায়ের বিনোদন সৃষ্টি করবে বলেই প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষর। সবমিলিয়ে বলা যায়, স্টার জলসায় এবার দাদার দাদাগিরিও যেমন চলবে পুরোদমে, তেমনই ‘বিগ বস বাংলা’তেও চলবে তাঁর রাজত্ব। নিঃসন্দেহে বাংলা বিনোদনপ্রেমী এবং দাদা ভক্তদের কাছে এটি অত্যন্ত সুখবর! যদিও জানিয়ে রাখা ভালো এই খবরের সত্যতা সম্পর্কে ১০০% নিশ্চিত হওয়ার উপায় নেই কারণ এখনও পর্যন্ত চ্যানেলে তরফ থেকে সেই রকম অর্থে কিছু জানানো হয়নি!