নতুন অধ্যায়ের সূচনা! ‘অনুরাগের ছোঁয়া’-তে বড় সোনা-রূপার চরিত্রে আসছে চমক, বদলাচ্ছে মুখ!

স্টার জলসার বর্তমানে সবচেয়ে বেশি দিন স্থায়ী সিরিয়াল হলো, “অনুরাগের ছোঁয়া”। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মাসে টিভির পর্দায় আত্মপ্রকাশ, লেখিকা লীলা গাঙ্গুলি। গল্পটি শুরু হয় দীপা নামক একটি শ্যামলা বর্ণা মেয়ে এবং প্রতিষ্ঠিত ডক্টর সূর্য কে ঘিরে এরপর তাদের জীবন মিশকা নামক খলনায়িকার আঘাতে বারবার ভাঙনের মুখে পড়ে।

সদ্য ৩০০০ এপিসোড এর মাইলস্টোন পার করেছে এই সিরিয়াল। গল্পের নতুন নতুন মোড় যে দর্শকের মনে ধরছে এর থেকেই বোঝা যায়। স্টার জলসার ২০২৫ এর আওয়ার্ডস এ নাকি এই সিরিয়ালের কলাকুশলীরা পেয়েছেন বেশ কিছু পুরস্কার। সূর্য ও দীপার দুই যমজ সন্তান আছে সেটা এখনো অবধি আমরা সবাই জানি। গল্প এখন পুরোপুরি ভাবে সোনা ও রূপা কে ঘিরে এগোচ্ছে।

Anurager Chhowa

পূর্বে এই যমজ বোনের ভূমিকাতে দেখা মিলেছিলো, ‘মিশিতা রায় চৌধুরী এবং সৃষ্টি মজুমদারে’র। এরা অভিনয়ে করেছিলো ছোট্ট বোনের চরিত্রে। বর্তমানে আমরা দেখছি প্রয়াত অভিনেতা ‘অভিষেক চ্যাটার্জি’র কন্যা, ‘সাইনা চ্যাটার্জি’ আর ‘দেবপ্রিয়া বসু’কে মধ্য বয়সী বোনদের ভূমিকায়। এর জন্য উভয়ই পেয়েছেন পুরস্কার মানুষ বেশ পছন্দও করেছেন তাঁদের। তবে এবার শোনা যাচ্ছে নাকি এবার অ্যাডাল্ট বোনদের চরিত্রের জন্য হবে মুখ বদল।

আরও পড়ুনঃ চার বছরের দাম্পত্যে ইতি! সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! তবে কি এবার বিচ্ছেদের পথে নীল-তৃণা?

‘অনুরাগের ছোঁয়া’তে এবার বড় রুপার চরিত্রে থাকছেন বোম্বে ফেরৎ অভিনেত্রী ‘দেবচন্দ্রিমা সিংহ রায়’এবং সোনার চরিত্রে থাকছেন মিত্তির বাড়ির ‘ভাবনা ব্যানার্জী’। কিছু সংবাদ মাধ্যম ও সমাজমাধ্যমের পেজ থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। অভিনেত্রী বা সিরিয়ালের প্রযোজকদের তরফ থেকে এখনো তেমন কোন খবর জানা যায়নি। তবে খুব শীঘ্রই প্রমো অন এয়ার হচ্ছে।