নীল-তৃণা টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম হিট তারকা দম্পতি। দীর্ঘ দিনের প্রেম তারপর বিয়েতে পরিণতি পায় তাঁদের সম্পর্ক। প্রেম অবশ্য তাঁদের সেই কলেজ সময় থেকে। বিয়ের সময় রীতিমতো ধুমধাম করে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হয়।
প্রসঙ্গত, নীলকে এখন দেখা যাচ্ছে জি বাংলার অমর সঙ্গী’ ধারাবাহিকে। আর তৃণা বহুদিন পর টেলিভিশন থেকে বিরতি কাটিয়ে স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘পরশুরাম’-এ মুখ্য ভূমিকায় আসতে চলেছে। এই দুই তারকার পেশাগত জীবনকে একদিকে রেখে তাঁদের জীবনের দিকে নজর দিলে বোঝা যাবে যে, ঠিক নেই তাঁদের মধ্যে কোনোকিছুই। তবে, কী হয়েছে এই তারকা দম্পতির?
তেলি পাড়ার জোর গুঞ্জন নীল তৃণার বৈবাহিক সম্পর্কে নাকি ফাটল ধরেছে। আচমকাই এই জুটিকে ঘিরে খারাপ খবর বেশ মুখ ভার করে তুলেছে অনেক অনেক অনুরাগীর। বলাই বাহুল্য, বিয়ের পর থেকে এই জুটিকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। এমনকি, এই জুটি রিল বানালেই তা অনেক সময়েই পার করে মিলিয়নের ঘর।
আরও পড়ুনঃ টিআরপি লড়াইয়ে বিরাট চমক! প্রচুর পুরস্কার পেয়েও প্রথম পাঁচের বাইরে ‘কথা!’ কামাল করল কারা?
যদিও এই তারকা জুটির বিচ্ছেদের খবর ঠিক কতটা সত্য তা যাচাই করা হয়নি। কিন্তু এও সত্য যে, বেশ অনেকদিন ধরেই তাদের আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই খবর শোনা মাত্রই অনেক দর্শকদের মনে হচ্ছে, হতে পারে তাদের মধ্যে আগমন ঘটেছে কোনো তৃতীয় ব্যক্তির। অবশেষে আপনারা ভাবনাচিন্তার মাঝে দর্শকদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, তাহলে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি নাকি সবটাই রটনা?