স্টার জলসা একের পর এক আসছে নতুন ধারাবাহিকতার মধ্যে একটি হল ‘বালিঝড়’। এটি হল বাংলা টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর লেখা। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা কৌশিক রায় ও ইন্দ্রাশীষ রায়কে। তবে শুরুর প্রথম প্রমোতেই মানুষের মনে অনেকগুলি প্রশ্ন উঠে এসেছে। যতদূর বোঝা যাচ্ছে ধারাবাহিকটি শুরুই হচ্ছে ত্রিকোণ প্রেম নিয়ে।

প্রসঙ্গত ধারাবাহিকের মুখ্য যে তিনটি চরিত্র রয়েছে সেগুলি হল নায়িকা ঝোরা যে হলো একজন রাজনৈতিক নেতার মেয়ে।এছাড়া রয়েছে তার প্রেমিক স্রোত এবং সেই নেতার একজন বিশ্বস্ত মানুষ মহার্ঘ ব্যানার্জি। এবার ঝোরার বাবা ঝোরার সঙ্গে মহার্ঘর বিয়ে ঠিক করে দেয়। যার জন্য স্রোত ঝোরাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে গল্প শুরু হচ্ছে যা প্রথম দিন প্রমোতে দেখা গেছে।

এবার প্রমো সামনে আসার পরে যে সমস্যা শুরু হয়েছে সেটি হলো নায়িকার নাম নিয়ে। প্রমো দেখে কেউই বুঝতে পারছে না যে নায়িকার বাবা তাকে কি নামে ডাকছে। যা নিয়ে প্রচন্ড পরিমাণে কনফিউশনস সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে। এবার সেই নিয়ে দর্শকদের একাংশ মজা করছে সোশ্যাল মিডিয়াতে। যেমন নায়িকার নাম এক এক জনকে এক এক রকম ভাবে উচ্চারণ করতে দেখা গেছে।

তাদের মধ্যে একজন লিখেছেন,”বালিঝড় এর নায়িকার নাম
জোহরা নাকি ঝড়া
কি বললো?
আমি শুনছি জোহরা”
আবার অন্য আরেকজন মজা করে লিখেছেন,”❝বালিঝড় ❞সিরিয়ালে তৃণা’র চরিত্রের সঠিক নামটা যে বলতে পারবে আমার জন্য তার পক্ষ থেকে রয়েছে এক বিশাল গিফট ভাউচার”।

View this post on Instagram






“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?