“গাল টিপলেই চ’ড় মারতে ইচ্ছে করত…ভিভানের সঙ্গে কাজ করতে খুব বিরক্ত লাগে, একেবারেই পছন্দ না!”— ঐশীর কটাক্ষে সরগরম সমাজ মাধ্যম! বাস্তবেও কি বুবলাই ভিভান একই রকম! ‘চিরসখা’-র বুবলাইকে কেন পছন্দ করে না মিঠি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ (Chiroshokha) এখন টেলিভিশন দর্শকদের প্রিয় তালিকায় অন্যতম। এই ধারাবাহিকে অপরাজিতা ঘোষ দাস অভিনয় করছেন কমলিনীর চরিত্রে— এক একাকী মা, যার জীবনে রয়েছে তিন সন্তান। তাঁর চিরসখার ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, যিনি অভিনয় করছেন স্বতন্ত্র চরিত্রে। অন্যদিকে কমলিনীর বড় ছেলে বুবলাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে ভিভান ঘোষকে (Vivaan Ghosh) , আর ছোট মেয়ে মিঠির চরিত্রে ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)।

পর্দায় একে অপরকে সহ্য করতে পারেন না দু’জনে। দাদার একরোখা এবং পিছিয়ে পড়া মানসিকতার তীব্র বিরোধিতা করে বোন। বাস্তবে তাঁদের সম্পর্কটা কেমন? অনস্ক্রিনে তাঁদের সম্পর্ক যতই টানাপোড়েন আর অভিমানভরা হোক না কেন, বাস্তব জীবনে এই দুই শিল্পীর সম্পর্ক একেবারে উল্টো। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ঐশী বলছেন, “ভিভানের সঙ্গে কাজ করতে খুব বিরক্ত লাগে, একেবারেই পছন্দ নয় আমার, বাধ্য হয়েই করছি কাজটা।”

আর সেই কথায় ভিভানও পাল্টা বলেন, “খুব ভয়ে পাতাম ওকে দেখে শুরুতে, সবসময় কেমন একটা করে। ভাবতাম যদি গালটা টিপলে চড় মেরে দেয়!” যদিও দু’জনেই জানিয়েছেন, এসব কথাবার্তা আসলে নিছক মজার ছলেই বলা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একে অপরকে একটু খোঁচানো, আর সেই খুনসুঁটি থেকেই তৈরি হয়েছে তাঁদের দারুণ বন্ধুত্বের রসায়ন। প্রসঙ্গত, ‘চিরসখা’-র সেটে ভিভান আর ঐশী দু’জনেই একে অপরের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। কাজের ফাঁকে চলে তাদের গল্প, হাসি-মজার পাশাপাশি চলে একসঙ্গে ছবি তোলা।

সারাদিন ধরে রিল বানানো আর মিম শেয়ার করা চলতেই থাকে। ইনস্টাগ্রামে প্রায়ই তাদের একসঙ্গে পোস্ট করা ছবি ঘুরে বেড়ায়। এই অফস্ক্রিন বন্ধুত্বই নাকি অনস্ক্রিন দৃশ্যগুলোতেও এনে দেয় স্বাভাবিকতা ও প্রাণবন্ততা। এদিকে, অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসের সঙ্গেও তাদের সম্পর্ক বেশ আন্তরিক। পর্দায় যতই মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব বা অভিমান থাকুক না কেন, বাস্তবে সম্পর্ক কিন্তু তার একদম বিপরীত। অপরাজিতা সম্প্রতি ভিভানকে ভাইফোঁটাও দিয়েছেন।

আরও পড়ুনঃ “আমি আয় রে আয় রে করা পছন্দ করি না…সন্তানের দিকে তাকিয়ে ভালোবাসাহীন সম্পর্কে থাকা অর্থহীন, না পোষালে এগিয়ে যাও!”— আধুনিক প্রজন্মের কাছে বাস্তবসম্মত সম্পর্ক নিয়ে অকপট স্নেহা চ্যাটার্জী!

এভাবেই ‘চিরসখা’-র সেটে তৈরি হয়েছে এক পারিবারিক আবহ। উল্লেখ্য, ধারাবাহিকের গল্প এখন বেশ উত্তেজনাপূর্ণ মোড়ে। কমলিনী ও স্বতন্ত্রের বিয়ে নিয়ে পরিবারের মধ্যে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। এই বিয়ে মেনে নিতে না পেরে বড় ছেলে বুবলাই আ’ত্মহ’ত্যার চেষ্টা পর্যন্ত করেছে। দর্শকের কৌতূহল এখন একটাই— স্বতন্ত্রর সঙ্গে নতুন জীবন শুরু করার পর কমলিনী কি সন্তানদের থেকে দূরে সরে যাবেন, নাকি সব সম্পর্ক আগের মতোই গাঁথা থাকবে মমতার বন্ধনে? উত্তর জানতে, প্রতিদিন রাত ৯টায় স্টার জলসার পর্দায় রাখতে হবে চোখ।