শুভ-আকাশের বিয়েতে ঝড়! সিঁদুর পরানোর মুহূর্তেই হাজির আদৃত! টানটান উত্তেজনা আজকের পর্ব!

স্টার জলসার (star jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’( Grijoprobesh) – এ বর্তমানে শুভ-আদৃত-আকাশ-মোহনার জটিল সম্পর্ক, পুরনো স্মৃতি, নতুন চমক ও টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিয়াল দর্শকদের মন জয় করে নিয়েছে দীর্ঘদিন ধরেই। শুভ ও আদৃতের প্রেমে বিচ্ছেদ, তারপরে শুভর জীবনে আকাশের আগমন, সব মিলিয়ে ধারাবাহিকের প্রতিটি পর্ব যেন দর্শকদের জন্য এক নতুন চমক নিয়ে হাজির হয়। সম্প্রতি আদৃতের স্মৃতি ফেরার ইঙ্গিতের মধ্যেই শুভ-আকাশের বিয়ে ঘিরে জমে উঠেছে সিরিয়ালের ট্র্যাক।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১৫ই এপ্রিল (Grihiprobesh today episode 15 april )

আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় শুভ একেবারে বিয়ের জন্য প্রস্তুত। তার সাজসজ্জা, পরিবারে ফোটো সেশন, চারপাশে যেন বিয়ের সাজে এক আনন্দঘন পরিবেশ। এদিকে আকাশের বাড়িতে আগমন ঘটতেই সকলে আনন্দে মাতোয়ারা হয়ে পড়ে। বর এসে গেছে বলে সবাই নিচে নেমে যায় তাকে স্বাগত জানাতে। তবে সেই মুহূর্তে শুভ একা রয়ে যায় উপরে এবং সে তখন আদৃতের ছবি জড়িয়ে কাঁদতে থাকে। নিজের মনকে বোঝাতে চায়, আজ থেকে তাদের সম্পর্কের আর কোনও নাম নেই।

Grihoprobesh, Star jalsha, shubhlakshmi, subha-adrit, Akash Sen, Mr. Sen, Mohona, new episode, গৃহপ্রবেশ, স্টার জলসা, শুভলক্ষ্মী, শুভ-আদূত, আকাশ সেন, মিস্টার সেন, মোহনা, নতুন পর্ব, বাংলা সিরিয়াল

আকাশের বাড়ির পক্ষ থেকে বিয়ের যাবতীয় প্রস্তুতি শুরু হলেও মোহনা খেয়াল করে যে তারা নারায়ণ মূর্তি নিয়ে আসতে ভুলে গিয়েছে। দাদু তখন জানিয়ে দেন, লক্ষ্মী-নারায়ণ একসাথে না হলে এই বাড়িতে কোনও শুভ কাজ সম্পন্ন হয় না। সেই মুহূর্তে মোহনা ফোন করে আয়ানকে নারায়ণ মূর্তি নিয়ে আসার জন্য অনুরোধ করে। একদিকে সাত পাকে প্রদক্ষিণ শুরু হয়ে যায়, অপরদিকে আয়ান নারায়ণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসছে।

বিয়ের মূল মুহূর্ত অর্থাৎ সিঁদুর পরানোর ঠিক আগেই আয়ান অর্থাৎ আদৃত এসে হাজির হয় নারায়ণ মূর্তি নিয়ে। শুভ মন্ডপে বসে থাকলেও আদৃতকে দেখেই সে বিয়ের আসন থেকে উঠে পড়ে এবং দৌড়ে যায় তার দিকে। সবার সামনে শুভর এমন ব্যবহার দেখে সকলে হতবাক হয়ে যায়। আদৃতের মা এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়ে এবং জ্ঞান হারান।

আরও পড়ুনঃ কেন‌ ‘ভালোবাসা ডট কম’-এর ‘তোড়া’ হঠাৎ ছোটপর্দা থেকে হারিয়ে গেলেন! কাজের ডাক পেয়েও ফিরলেন না মধুবনী! এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কোন কারণ?

শেষ দৃশ্যে দেখা যায় আদৃত এখনও তার অতীত কিছুই মনে করতে পারেনি। তার আচরণেও সেটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু শুভর কাছে এই ফিরে আসা এক আবেগঘন মুহূর্ত। তবে এই আবেগ শুভ-আকাশের বিয়ের পরিণতিকে কোন দিকে নিয়ে যাবে, তা এখনও স্পষ্ট নয়। আগামী পর্বেই দেখা যাবে আদৃতের স্মৃতি ফিরবে কি না, আর সেই অনুযায়ী গৃহপ্রবেশের কাহিনিতে আসবে এক নতুন মোড়।