স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর আজকের পর্ব দর্শকদের জন্য নিয়ে এল একের পর এক আবেগঘন মুহূর্ত। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং অভিমানের গল্প এগিয়ে চলেছে এক নতুন মোড়ে। শুভলক্ষ্মী ও আদৃতের দূরত্ব কমাতে বাড়ির সকলে উদ্যোগ নিলেও, মোহনার উপস্থিতি যেন নতুন করে জটিলতা তৈরি করছে। আজকের পর্বে গল্পের মোড় ঘুরল আরও একবার।
গৃহপ্রবেশ আজকের পর্ব ২৭ এপ্রিল (Grihoprobesh today episode 27 april)
এদিনের পর্বের শুরুতেই দেখা যায়, মোহনা রায় অ্যান্ড আমেরিকা কোম্পানিতে আসে আদৃতের সঙ্গে দেখা করতে। তবে সেখানে এসে দেখে শুভলক্ষ্মী উপস্থিত রয়েছে। আকাশও বুঝতে পারে, মোহনার আসল উদ্দেশ্য আদৃতের সঙ্গেই দেখা করা। যদিও মোহনা অজুহাত দেয় যে, সে আকাশের সঙ্গে দেখা করতেই এসেছে। এই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর করে তোলে দৃশ্যপট।
এরপর হঠাৎ করে আদৃত কোম্পানিতে এসে পৌঁছায়। শুভ ভেবে বসে, আদৃত হয়তো মোহনার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু আদৃত পরিষ্কার জানিয়ে দেয়, সে শুভলক্ষ্মীকে বাড়ি নিয়ে যেতে এসেছে। তবে শুভ রেগে গিয়ে একাই বাড়ি ফিরে যায়। এই সুযোগে মোহনা আদৃতকে ক্যাফেতে নিয়ে যায়। কিন্তু ক্যাফেতে গিয়েও আদৃত বারবার শুভলক্ষ্মীর প্রসঙ্গ তোলে, যার ফলে মোহনা অভিমানে কান্না করে ক্যাফে ছেড়ে চলে যায়।
মোহনার অভিমানের পর আদৃত বুঝতে পারে সে অনিচ্ছাকৃতভাবেই সকলকে কষ্ট দিচ্ছে। বাড়ি ফিরে আদৃত শুভলক্ষ্মীর পছন্দের পেস্ট্রি নিয়ে আসে। প্রথমে শুভ তা নিতে চায়নি, আর আদৃতও জোর করেনি। এতে শুভ আরও রেগে যায়। তখন ছোট কাকা আদৃতকে বাড়ির ঘরে নিয়ে গিয়ে বোঝান, কীভাবে স্ত্রীর অভিমান ভাঙাতে হয়। দাদু এবং আদৃতের বাবাও তাকে এই ব্যাপারে সমর্থন করেন।
আরও পড়ুনঃ অপমান আর ঘাড় ধাক্কায় কেটেছে প্রথম জীবন! তবু নিজের জেদে অনড় ছিলেন অভিনেতা! কিভাবে স্পট বয় থেকে অভিনেতা হয়ে উঠলেন সুখেন দাস?
পরবর্তী সময়ে আদৃত আবার পেস্ট্রি হাতে শুভলক্ষ্মীর কাছে যায়। সে জানায়, ভবিষ্যতে শুভলক্ষ্মী যা কিছু করবে, তাতে সে সর্বদা তার পাশে থাকবে। আদৃত আরও অনুরোধ করে, শুভ যেন হঠাৎ করে রাগ করে তার সঙ্গে কথা বন্ধ না করে দেয়, কারণ এতে তার ভীষণ কষ্ট হয়। এক অন্যমাত্রার আবেগ ছুঁয়ে গেল আজকের ‘গৃহপ্রবেশ’র পর্ব।