Guddi: অবশেষে গুড্ডিকে বিয়ে করবে না যুধাজিত! তাহলে কি চিরকুমারী থেকে যাবে সিরিয়ালের নায়িকা? এলো বড় আপডেট

হসপিটালে দাঁড়িয়ে শিরিন কাঁদতে কাঁদতেই বলে যে যে ছেলেটা আমাকে মুখের উপর বলেছে যে ও আমাকে ভালোবাসে না ও বন্ধুদের ভালোবাসে, আমি ওর সাথে থাকবো তোমরা ভাবছো কী করে সেটা? মিঠি বলে এটা আগে বুঝেছিলে তুমি তাহলে তখন কেনো ফিরে যাওনি? তুমি যদি ভাইয়াকে বিয়েটা না করতে সেটাই হতো তোমার জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত।

এখন বিয়েটা হয়ে গেছে আর তুমি যে ভাইয়াকে সহজে ছাড়বে না সেটা আমরা খুব সহজেই বুঝে গেছি। দোদুল বলে তোমরা একটু থামবে এবার? আধ ঘন্টা পার হয়ে গেল এখনও কোনো খবর এলো না। ভেতরে যে কী হচ্ছে আমার তো ভয় লাগছে।

এদিকে টানাপোড়েন চলছে যে আদৌ যুধাজিত আর গুড্ডির বিয়ে হবে কিনা। এই নিয়ে এলো বড় আপডেট। গুড্ডি মন্দিরে প্রার্থনা সেরে মণ্ডপে ফিরে এলে যুধার মা রেগে বলে একটা কথা তোকে আমি পরিষ্কার জানিয়ে দিই তুই কিন্তু ভুলেও আর এই বিয়েটা করার কথা চিন্তা করিস না। তার যে মত নেই সেটা পরিষ্কার।

তাহলে কি অবশেষে গুড্ডিকে বিয়ে করবে না যুধাজিত? চিরকুমারী থেকে যাবে সিরিয়ালের নায়িকা গুড্ডি?

You cannot copy content of this page