অসাধারণ এপিসোড গাঁটছড়ায়! সবাইকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল খড়ি, তাকে ফেরানোর জন্য শেষ পর্যন্ত কিনা এই কাজ করল ঋদ্ধি!
স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো গাঁটছড়া। অ্যাক্রপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই সিরিয়াল শুরু হয়েছে বেশ কয়েক মাস হল এবং সিরিয়াল শুরুর কয়েক দিনের মধ্যেই টিআরপি রেটিং তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গেছে সিরিয়াল।44 সপ্তাহ ধরে টপারশিপ ধরে রাখা মিঠাই কে ছিটকে দিয়ে টানা নয় সপ্তাহ ধরে নিজের শীর্ষস্থান ধরে রেখেছিল গাঁটছড়া।মাঝে আবার দুবার মিঠাই জয়ী হয় কিন্তু গত সপ্তাহে আবার গাঁটছড়া নিজের শীর্ষস্থান দখল করে।
বর্তমানে গাঁটছড়ায় টানটান উত্তেজনা ভরা এপিসোড হচ্ছে। নিজের উপর হওয়া সমস্ত অন্যায় বিরুদ্ধে এবার খড়ি মুখ খুলেছে।নিজের মায়ের পেটের বোন তার সাথে যা শয়তানি করলো সেটা নিয়ে তো সে দুঃখ পেয়েছে সেই সঙ্গে সবাই মিলে সবকিছুতে যে খড়িকে দোষ দেয় সেটাতেও খড়ি যথেষ্ট বিরক্ত।সে সিংহ রায় পরিবারের সবার সামনে সবকিছু কুকীর্তি ফাঁস করে আর শেষে বলে যে সে নিজের সম্মান বজায় রাখতে সিংহ রায় পরিবার ছেড়ে চলে যাচ্ছে।
আজ আরও একটা অসাধারণ এপিসোড হতে চলেছে গাঁটছড়ায়।নিজের আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে নিজেই সিংহরায় বাড়ি ছেড়ে চলে গেল খড়ি।ঋদ্ধি খড়িকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ।স্বামীর অধিকার না ফলিয়ে,অধিকার অর্জন করার কথা বলল খড়ি ঋদ্ধিকে।
ওইদিকে দাদু আজ নিজের স্বরূপ ধারণ করেছেন।দ্যুতি ও রাহুল দুজনেই শাস্তি পেয়েছে।দ্যুতি কেঁদেকেটে সিংহরায় বাড়ির এক কোণায় জায়গা পেলেও,পাবেনা সে কোনো বিলাসিতা।খেটে খেতে হবে তাকে।ওইদিকে রাহুলের জন্য ব্যবসার দরজা বন্ধ করে দিলো ঋদ্ধি। দ্যুতি,খড়ি সবাই আজ জেনে গেল যে রাহুল ওই বাড়ির কেউ না।
অন্যদিকে আগামী পর্বে আমরা দেখতে পাব খড়িকে নিতে তার দশকর্মার দোকানে গেছে রাহুল। কিন্তু খড়ি সেখানে তাকে ধৈর্যের পরীক্ষা দিতে বলবে, সে অত সহজে সিংহ রায় পরিবারে ফিরবে না।তাই আগামী দিনে গাঁটছড়ায় কী হতে চলেছে তা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে।