‘দুর্গা’ থেকে ‘সাধক রামপ্রসাদ’র পর, দর্শকের প্রিয় অভিনেত্রী পায়েল দে আবারও ফিরছেন স্টার জলসার নতুন ধারাবাহিকে! কোন প্রোডাকশন হাউজে, কবে আসছে প্রথম প্রোমো?

ছোটপর্দার দর্শকদের কাছে অভিনেত্রী ‘পায়েল দে’ (Payel De) মানে এক অনন্য নাম। ‘দুর্গা’ থেকে ‘বেহুলা’, ‘দেশের মাটি’ থেকে ‘সাধক রামপ্রসাদ’– তাঁর অভিনয় আর চরিত্রগুলোর মধ্যে একটা আন্তরিকতা বরাবরই ছিল, যা সহজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সেই চেনা মুখ, যাঁকে দর্শকেরা বহুদিন ধরে স্টার জলসার (Star Jalsha) বিভিন্ন ধারাবাহিকে দেখে এসেছেন, এবার আবার ফিরছেন নতুন একটি ধারাবাহিক নিয়ে! তবে, তার আগে বলতেই হয় যে প্রিয় অভিনেত্রীদের ফিরে আসায় একটা আলাদা আবেগ সব সময়ই কাজ করে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

নতুন গল্প হলেও সেই চেনা মুখগুলো যেন একধরনের ভালোলাগা এনে দেয়। অভিনেত্রী রণিতা দাসের কথা ভাবা যাক, ‘ইষ্টি কুটুম’-এর বাহা চরিত্রটা আজও বহু দর্শকের মনে রয়ে গেছে। বছর কয়েক বিরতির পর ‘ও মোর দরদিয়া’-তে তাঁকে আবার টিভির পর্দায় দেখে দর্শকেরা যেন পুরনো দিনের আনন্দ খুঁজে পেয়েছেন। ঠিক তেমনই, পায়েল দে’র ফেরাটাও কেবল নতুন ধারাবাহিকের খবর নয়, এটা যেন তাঁর অভিনয় যাত্রার আরেকটি নতুন অধ্যায়।

এই প্রত্যাবর্তনের ঢেউয়ে শোলাঙ্কি রায় আর মধুমিতা সরকারের নামও উঠে আসে। ‘ইচ্ছে নদী’র মেঘলা কিংবা ‘বোঝেনা সে বোঝেনা’র পাখি, এই চরিত্রগুলোর সঙ্গে বাংলার দর্শকের একটা আবেগ জড়িয়ে আছে। এখন সেই অভিনেত্রীদের নতুন চরিত্রে দেখার আগ্রহ তো থাকবেই। শোলাঙ্কি নতুন ধারাবাহিক ‘মিলন হবে কত দিনে’-তে যেমন নতুন রূপে আসছেন, তেমনই মধুমিতা ‘ভোলেবাবা পার করেগা’-তে ফিরেছেন একেবারে ভিন্ন ধাঁচের গল্প নিয়ে।

চেনা মুখে নতুন স্বাদ, এইটা অনেক দর্শককে টানছে আবার। স্বস্তিকা দত্তও এই তালিকা থেকে বাদ যাচ্ছেন না। ‘ভজ গোবিন্দ’-র ডালি চরিত্রের জনপ্রিয়তার পর, এবার তিনি ফিরছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ নামে এক নতুন ধারাবাহিকে। প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আর সেটা ঘিরে আগ্রহও তৈরি হয়েছে। তবে যত নামই ঘোরাঘুরি করুক, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে নিঃসন্দেহে পায়েল দে। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একের পর এক স্মরণীয় চরিত্রের কারিগর।

আরও পড়ুনঃ চলচ্চিত্রের আলো আজ ম্লান! গৌতম ঘোষ হারালেন জীবনের নেপথ্য শক্তি নীলাঞ্জনাকে! স্ত্রীর মৃ’ত্যুতে ভেঙে পড়লেন পরিচালক, গভীর শোকের ছায়া বিনোদন জগতেও!

শোনা যাচ্ছে, পায়েলের নতুন ধারাবাহিক প্রযোজনা করছে বাংলা টকিজ, আর এই নতুন প্রজেক্ট ঘিরে ইতিমধ্যেই একরকম উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে। যদিও এখনও আলোচনার স্তরেই রয়েছে, তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না ধারাবাহিকের কথাটা। প্রোডাকশন হাউজও বদলাতে পারে বলে খবর। তাই এই মুহূর্তে এটাকে গুঞ্জন হিসেবে ধরে নেওয়াই ভালো, তবে পায়েলকে আবার স্টার জলসায় দেখা যাবে– এই খবরটা ভক্তদের জন্য দারুন সুখবর।

You cannot copy content of this page