বিগত বেশ কিছু সময় দেখা গেছে যে ধারাবাহিকের গল্প একটু কম জোর হয়ে পড়েছে এবং টিয়া তুই ভালো হচ্ছে না তার ফলাফল খুব বাজে। পরিণতি হিসেবে হয় সেই ধারাবাহিক পিছিয়ে যাচ্ছে অর্থাৎ অন্য সময় দিয়ে দেওয়া হচ্ছে কিংবা চিরতরে বিদায় নিচ্ছে টিভির পর্দা থেকে।
এক বছর আগে স্টার জলসাতে খড়কুটো সিরিয়ালকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল আলতা ফড়িং। আম্ফান ঝড়ের প্রেক্ষাপটে শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্প। ব্যাংকবাবু এবং ফড়িং এর গল্প শুরু হয়েছিল যা বেশ ভালো লেগেছে দর্শকদের।
শুরু থেকে বেস্ট টানটান উত্তেজনা ছিল ধারাবাহিক নিয়ে। কিন্তু এবার এল বজ্রপাত। আসলে সব ধারাবাহিকের টিআরপি সবসময় সমান থাকে না এটা আমরা জানি। যেমন এখন আলতা ফড়িং এর বিপরীতে জি বাংলায় গৌরী এলো খুব ভালো ফলাফল করছে। তবে জি বাংলা কোনভাবে জায়গা ছেড়ে দেবে না স্টার জলসাকে।
তাই এবার এই সিরিয়ালের জায়গায় আনা হচ্ছে নতুন এক সিরিয়াল। সন্ধে সাড়ে সাতটা বাজলে এখন বেশিরভাগ দর্শক দেখছে জি বাংলা। তবে স্লট হারাবে না স্টার জলসা। তাই আলতাফুরিনের জায়গায় আসছে বাংলা মিডিয়াম। এক বিশিষ্ট সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।