বাংলা টেলিভিশনের দর্শক মানেই আবেগ, ভালোবাসা আর নাটকীয়তার এক অনবদ্য মেলবন্ধন। এই আবেগকে বজায় রেখেই প্রতিদিন স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিকগুলো সম্প্রচারিত হয়। বর্তমানে সেই তালিকায় রয়েছে ‘চিরসখা’ ধারাবাহিকটি। সম্পর্ক, প্রতিশোধ, প্রেম আর প্রতারণা সবকিছু মিলিয়ে এই ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় নিজের জায়গা শক্ত করেছে।
চিরসখা ধারাবাহিকের গল্প যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে সম্পর্কের সমীকরণ। একদিকে ঠাকুর মশাই ও তার মেয়ে পার্বতীর চক্রান্ত, অন্যদিকে নতুন কাকুর দৃঢ় অবস্থান—সব মিলিয়ে দর্শক এখন চোখ সরাতে পারছেন না টিভি পর্দা থেকে। গ্রামের মানুষদের সহজ-সরল রূপের আড়ালে যে কতটা চালাকচতুর মন লুকিয়ে থাকে, সেটাই দেখানো হচ্ছে বর্তমান পর্বে।
বর্তমানে দেখা যাচ্ছে ঠাকুর মশাই ও পার্বতী একপ্রকার ব্ল্যাকমেল করতে শুরু করেছে। কোর্টকাছারি, পুলিশ—এইসব ভয় দেখিয়ে তারা নতুন কাকুর বিরুদ্ধে চাল চালছে। কিন্তু পার্বতী এখনো স্বতন্ত্র বোসের প্রকৃত রূপ চিনতে পারেনি। নিজের দাবী মতো সে গ্রামের সহজ-সরল মেয়ে, কিন্তু কাজকর্মে সম্পূর্ণ উল্টো চিত্রই উঠে এল পর্দায়।
তবে নতুন কাকুও যে সহজে হার মানার নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিল, “তুমি প্রমাণ করতে পারবে আমি সিঁদুর পরিয়েছি?” — এরপর থেকেই পার্বতী ও তার বাবার ডাকাতি মানসিকতার বিরুদ্ধে আজ নতুনের প্রতিবাদ যেন এক নতুন অধ্যায়ের সূচনা।
আরও পড়ুনঃ “নিজে দায়িত্ব নেয়নি, কিন্তু আদালতে দাঁড়িয়ে আমায় চ্যালেঞ্জ করেছিল প্রাক্তন স্ত্রী, সন্তানদের মানুষ করতে পারব না!” “মেয়ে বিদেশে পিএইচডি করে উত্তরটা দিয়ে দিয়েছে!”— জীবনের সবচেয়ে বড় জয় উদযাপন করলেন সাগ্নিক! প্রাক্তনের সেই চ্যালেঞ্জই তাঁর জীবনের প্রেরণা!
অন্যদিকে মিটিল ও সর্বজিৎ আজ যুক্তি দিয়ে নতুনের পাশে দাঁড়িয়েছে। এখন দেখার নতুন কাকু কি পারবে সব সত্যিটা সবার সামনে আনতে? সেটার অপেক্ষায় এখন দর্শক মহল।