মান্ডবীর পরাজয়ে, চিত্রার রোষ! কর্তাদাদুর সিদ্ধান্তে রেগে আগুন অগ্নি! ‘কথা’তে এবার কোন নতুন ঝড়ের ইঙ্গিত?

স্টার জলসার বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিক “কথা” (Kothha) , যা শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। পারিবারিক আবহ, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগময় কাহিনির মিশেলে এই সিরিয়ালটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেছে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধান চরিত্র কথা, যার জীবনের নানা চড়াই-উতরাই, সংগ্রাম ও স্বপ্ন পূরণের কাহিনি দেখানো হয়। শক্তিশালী অভিনয়, আবেগপ্রবণ গল্প এবং টানটান নাটকীয়তার কারণে ‘কথা’ এখন স্টার জলসার অন্যতম আলোচিত ধারাবাহিকগুলোর মধ্যে একটি।

বর্তমান পর্বে দেখা যায় স্টেলা বর্মণ ছদ্মবেশে কথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে যায়, আর অন্যদিকে হাজার চেষ্টা ও চক্রান্তের পরেও মান্ডবী না জিততে পারায় রাগে ফুঁসতে থাকে। জেতার পরেও কথার কোনও উৎসাহ না দেখে অগ্নি কারণ জানতে চাইলে কথা বলে সে ছদ্মবেশে নয় বরং কথাকলি হয়েই পুরষ্কার নেবে। এরপর কথা স্টেজে উঠতেই হাতের শাখা পলা আর গলার চেন লক্ষ্য করে মান্ডবী।

Kothha, Star Jalsa, Bengali Serial, Today episode, কথা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, আজকের পর্ব

বুঝে যায় এটা কথা তাই সবার সামনে মুখোশ খুলতে যায় সে। কিন্তু কথা তার হাতটা ধরে নেয় আর বলে সে নিজেই সবাইকে জবাবে আসল পরিচয় বলে ছদ্মবেশ ছেড়ে ফেলে দেয়। সবাইকে জানিয়ে দেয় সে কথাকলি গুহ স্টেলা বর্মণ নয়। ব্যাক্তিগত কারণে প্রতিযোগিতায় ছদ্মবেশে অংশগ্রহণ করতে হয়েছে তাকে। কর্তাদাদু বিস্মিত হয়ে যায় এই ঘটনায় অগ্নিকে প্রশ্ন তুলতে থাকে সে এই বিষয়ে জানে কিনা? অগ্নি জানিয়ে দেয় সে সমস্ত কিছুই জানে।

এরপর রেগে তিনি বাড়ি চলে যান। অন্যদিকে কথা দুশ্চিন্তায় পড়ে যায় আর দুঃখ প্রকাশ করে অগ্নিকে বলে কর্তাদাদু যেভাবে রেগে গেলেন তাতে কি হবে তার খুব ভয় হচ্ছে কিন্তু অগ্নি তাকে ভরসা দেয় সব ঠিক হয়ে যাবে। চিত্রা অন্যদিকে কথার উদ্দেশ্যে বলতে থাকে এইবার কথা কে সে জব্দ করেই ছাড়বে। কর্তাদাদুকে রেগে ফিরতে দেখে চিত্রা কিছু কাগজ নিয়ে যায় দেখতে আর বলে কথা নতুন ব্যবসা শুরু করেছে কাউকে না জানিয়েই।

আরও পড়ুনঃ প্রসেনজিৎ পুত্রের অভিষেক! নায়ক হচ্ছেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায়? বড় পর্দায় তৃষাণজিৎ–এর নায়িকা হচ্ছেন কে?

কর্তাদাদু আরও রেগে যান এরপর অগ্নি এসে বলে যদি কথা ব্যবসা শুরু করেই থাকে তাহলে অসুবিধা কোথায়? আজকাল মেয়েরা কি না করছে আর কথা সামান্য ব্যবসা করতে পারবে না? কর্তাদাদু বলেন কথার যদি কিছু করার থাকে তবে বাড়িতেই থেকে করতে হবে বাইরে টাকার বিনিময়ে কিছু করবে না! অগ্নি রেগে গিয়ে একটা ফুলদানী ছুঁড়ে ভেঙে ফেলে আর সবাই ঘাবড়ে যায়, এই সিনেই পর্বটি শেষ হয়ে যায়।

You cannot copy content of this page