আমেদাবাদ বিমান দুর্ঘটনা এবার ‘অনুরাগের ছোঁয়া’তে! সূর্য-দীপার পথচলা এবার আকাশপথেই শেষ! নতুন প্রোমো দেখে দর্শকদের কটাক্ষ— “ম’র্মান্তিক ঘটনাকে হাস্যরসে পরিণত করবে এই ধারাবাহিক”, “সবাই বয়কট করুন!”

বর্তমানে স্টার জলসার অন্যতম বিতর্কিত এবং দীর্ঘস্থায়ী ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। চলতি বছরের শুরুতেই হাজার পর্ব পার করে ফেলেছে এই ধারাবাহিক। কিন্তু এতে মোটেই খুশি নন ধারাবাহিকপ্রেমীরা, অধিকাংশ মানুষই চাইছেন এই ধারাবাহিক যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাক। মূলত অবাস্তব চিত্রায়ন এবং চরিত্রদের যে কোনও বয়সেই একই দেখানোর চেষ্টা, অনেকের তোকেই দৃষ্টিকটু লেগেছে।

অতীতেও বারবার বিতর্ক উঠেছে সূর্য্য-দীপার সন্তানেরা বিবাহযোগ্য হয়ে গেলেও মা-বাবার বয়স বছর ২৫ এই আটকে আছে। এদিকে বারবার বিচ্ছেদ হয়ে যায় সূর্য্য ও দীপার। যারা এই ধারাবাহিক প্রথম থেকে দেখে আসছেন তাদের একটাই ক্ষোভ, সূর্য্য-দীপাকে দু’দিনের বেশি একসঙ্গে দেখাই যায় না। বর্তমানে গল্পটি এতটাই অবাস্তব হয়ে উঠেছে, যে সবাই চাইছেন বন্ধ হোক রাতারাতি।

এত বিতর্কের মাঝেও প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে দেখা যাচ্ছে সূর্য্য সোনাকে নিয়ে চলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে। এদিকে রূপা এসে দীপাকে খবর দেয়, যেই প্লেনে করে সূর্য্যরা যাচ্ছিল সেটি ক্র্যাশ করেছে। কেউ নাকি বেঁচে নেই, এই কথা শুনে দীপাও নিজেকে শেষ করে দিতে চায়। ব্যাস! সমাজ মাধ্যমে এই প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

কেউ বলছেন, “জন্ম জন্মান্তর ধরে এদের বিচ্ছেদ চলেই যাচ্ছে, এবার মনে হয় পরপারেই মিলন হবে।” অন্যজন ঠাট্টা করে বলেছেন, “পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সৌর্য আর দীপা কে মারার ক্ষমতা কারো নেই।” কেউ আবার বলেছেন, “পরিচালকের সাংসারিক জীবন সুখী নয়, তাই এসব দেখায়। ধারাবাহিকের নাম ‘বিচ্ছেদের ছোঁয়া’ রাখলে ভালো করতেন।” কটাক্ষ করে কেউ বলেছেন, “সবাই মরে গেলে একসঙ্গে বেঁচে যাই আমরা।”

আরও পড়ুনঃ ফের বিয়ের পিঁড়িতে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র বাস্তব মিসেস চ্যাটার্জি! সন্তান ফিরে পাওয়ার লড়াইয়ের পরে, নতুন সংসারে পা রাখলেন সাগরিকা! কঠিন সময় পেরিয়ে কার হাত ধরলেন তিনি?

সবথেকে বেশি চোখে পড়ার বিষয় হলো, সম্প্রতি আমেদাবাদে মর্মান্তিক প্লেন দুর্ঘটনা এই ধারাবাহিকে গল্পায়িত করা হচ্ছে। একে নিয়েও অনেকের ক্ষোভ আর আপত্তি। সবাই বলছেন, এমন একটি হৃদয়বিদারক ঘটনাকে হাস্যরসে পরিণত করবে এই ধারাবাহিক। এমন পরিস্থিতিতে এবার ধারাবাহিক বন্ধের দাবি আরোও জোরালো হয়ে উঠেছে।

You cannot copy content of this page