স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ (Kothha) শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এক পুরনো ছন্দের ভিন্নধর্মী প্রেমের গল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘সাহেব ভট্টাচার্য’ (অগ্নি) Saheb Bhattacharya এবং ‘সুস্মিতা দে’ (কথা) Susmita Dey । তাঁদের অনবদ্য অভিনয় ও রসায়ন খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়।
সাধারণ প্রেমকাহিনির বাইরে গিয়ে ‘কথা’ এক নতুন ধাঁচের গল্প বলার চেষ্টা করেছে, যা অনেকেই পছন্দ করেছেন। শুরুর দিকে ধারাবাহিকের টিআরপি (TRP) রেটিং ছিল বেশ ভালো। দর্শকেরা সাহেব-সুস্মিতার অনস্ক্রিন প্রেম ও তাঁদের জীবনের নানা চড়াই-উতরাই দেখতে ভালোবাসতেন। পাশাপাশি পার্শ্বচরিত্রগুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্টার জলসার প্রাইম টাইমে থাকা ‘কথা’ বেশ কিছুদিন ধরে ভালো সাফল্য ধরে রাখলেও,
এখন এই ধারাবাহিকের টিআরপি কিছুটা কমতে শুরু করেছে। অন্যান্য ধারাবাহিকের তুলনায় এই মুহূর্তে ‘কথা’ পিছিয়ে পড়েছে টিআরপির দৌড়ে। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী, স্টার জলসা সন্ধ্যা সাতটার স্লটে নতুন একটি ধারাবাহিক আনার পরিকল্পনা করছে। অনুমান করা হচ্ছে, এই নতুন ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব থাকবে এসভিএফ (SVF) প্রোডাকশনের হাতে। আর তাই অনেকেই মনে করছেন, ‘কথা’ হয়তো খুব শীঘ্রই শেষ হতে চলেছে।
যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের নির্মাতারা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। এই খবরে ‘কথা’-র অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, ‘‘এই ধারাবাহিক শেষ হলে স্টার জলসা আর দেখবো না!’’ আবার অনেকে মনে করছেন, ‘‘সব ধারাবাহিকেরই একদিন শেষ হতে হয়, তবে আমরা আবার সাহেব ও সুস্মিতার জুটিকে নতুন কোনো গল্পে দেখতে চাই।’’
আরও পড়ুনঃ কাজ বন্ধ, রোজগারও বন্ধ! দুর্ঘটনার শিকার হয়ে গৃহবন্দী বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়! তীব্র অর্থকষ্টে কাটছে দিন
ধারাবাহিকটি সত্যিই বন্ধ হতে চলেছে, নাকি শুধুমাত্র সময় পরিবর্তন করা হবে—এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। যদিও অনেকের মতে, এটি শুধুমাত্র একটি গুজব এবং চ্যানেল কর্তৃপক্ষ হয়তো শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাবে। তবে দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে স্টার জলসা কোনো বড় সিদ্ধান্ত নেবে বলেই আশা করা যায়। এখন দেখার বিষয়, ‘কথা’ ধারাবাহিক আদৌ বন্ধ হয়, নাকি নতুন সময়ে সম্প্রচারিত হতে থাকে!
“তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, বাড়াবাড়ি করো না” শ্রীময়ীর কটাক্ষের জবাব দিয়ে শান্ত গলায় তীব্র বার্তা পিঙ্কির!