“এ কেমন সিরিয়াল? বাচ্চারা বড় হয়ে গেছে আর সূর্য-দীপা কচিই থেকে গেছে!” “মাথামুণ্ডুহীন গল্প, শেষ করলে বাঁচি!”— ‘অনুরাগের ছোঁয়া’ নিয়ে তুমুল ক্ষোভ দর্শকদের! এবার শেষ করুন আর্জি তাদের

স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) যেন এখন ‘সহ্যের সীমা’ ছুঁইয়ে ফেলেছে! সূর্য আর দীপার প্রেম, বিয়ে, ভুল বোঝাবুঝি, পুনর্মিলন, সব মিলিয়ে ধারাবাহিকের কাহিনি এমন এক দৌড় শুরু করেছে যার শেষ কোথায় তা দর্শকই নয়, বোধহয় লেখকরাও জানেন না। টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলছে এই ধারাবাহিক, সদ্যই ছুঁয়েছে ১০০০ পর্বের মাইলস্টোন আর সেইসঙ্গে বাড়ছে কনফিউশন আর দর্শকের বিরক্তি।

সোনা আর রূপো এখন বড় হয়েছে সেটা ঠিকই আছে, কিন্তু তাদের সঙ্গে সূর্যর সম্পর্ক দেখে মনে হচ্ছে তিনজনেই যেন সমবয়সী! এই ধারাবাহিকে সময় বয়ে গেলেও, চরিত্ররা কচিই থেকে যায়। বাচ্চারা এক লাফে বড় হচ্ছে, সম্পর্কের গ্যাঁড়াকলে দিন কয়েকেই বছর পার, কিন্তু বাস্তবতা কোথায়? আর তার মধ্যেই হঠাৎ করে কাহিনিতে এসে পড়েছেন এক নতুন মুখ, অরিজিতা মুখোপাধ্যায়।

কপালে বড় লাল টিপ, গাঢ় লিপস্টিক আর সোনার হার পরা অরিজিতার চরিত্র ভয় ধরানো শাশুড়ি, আবার পেশাদার উকিলও! মেগার গতিপথ এখন রীতিমতো প্রতিশোধ-ভিত্তিক সিনেমায় পরিণত হয়েছে যার শেষই নেই। অরিজিতার চরিত্র কুন্তলা কুমারের বহুদিনের আক্রোশ, যিনি সূর্য-দীপার সুখী জীবনে কাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। বাহ, চরিত্র গঠনের এই গভীরতা টলিউডের লেখকরা ছাড়া আর কে-ই বা ভাবতে পারেন?

কিন্তু প্রশ্ন হলো, কাহিনি এমনভাবে ঘোরানো কি আদৌ দরকার ছিল? দর্শক এখন দ্বিধায় ভুগছে — ধারাবাহিকটা দেখে হাসবে, না মাথা চাপড়াবে! কেউ কেউ খোলাখুলি সমাজ মাধ্যমে লিখে ফেলেছেন, “গল্পের মাথামুণ্ডু নেই”, “এই সিরিয়াল বন্ধ করাই ভাল”। আবার কেউ প্রশ্ন তুলেছেন, “সূর্য আর তার মেয়েরা একই ক্লাসে পড়ে নাকি?” টিআরপি তালিকায় এখনও ধারাবাহিকের জায়গা থাকলেও,

আরও পড়ুনঃ ফের ছোটপর্দার ফিরতে চলেছেন ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত শুভস্মিতা মুখোপাধ্যায়! সঙ্গে টেলিভিশনের জনপ্রিয় নায়ক! কোন চ্যানেলে ফিরছেন তিনি?

সেটা কি সত্যিই দর্শকের পছন্দ না কি অভ্যেসের বশবর্তী হয়ে চালিয়ে যাওয়া, সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। সব মিলিয়ে এখন ‘অনুরাগের ছোঁয়া’ যেন এমন এক ধারাবাহিক, যেখানে গল্পে একের পর এক মোড়, নতুন চরিত্র, অদ্ভুত সংলাপ আর চিরন্তন অকালবৃদ্ধি — এই মেলোড্রামার ট্রেনে আর কতদূর যাত্রা, তা নিয়েই এখন দর্শকের যেন অনন্ত অপেক্ষা!

You cannot copy content of this page