টিআরপি লড়াইয়ে বিরাট চমক! প্রচুর পুরস্কার পেয়েও প্রথম পাঁচের বাইরে ‘কথা!’ কামাল করল কারা?

বাংলার বিনোদন জগতে ধারাবাহিকের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। সন্ধ্যা নামতেই টিভির পর্দায় চোখ রাখেন অসংখ্য দর্শক। স্টার জলসা এবং জি বাংলা— এই দুই চ্যানেলের ধারাবাহিক প্রতিনিয়ত দর্শকদের মন জয় করে আসছে। সম্পর্কের টানাপোড়েন হোক বা পারিবারিক কাহিনি, রহস্য-রোমাঞ্চ হোক বা নারীশক্তির জয়গান— প্রতিটি ধারাবাহিকের গল্প দর্শকদের মনে দাগ কাটছে। তাই তো সন্ধ্যার সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এই জনপ্রিয় ধারাবাহিকগুলিকে।

প্রত্যেকটি চ্যানেলই তাদের নতুন গল্পের মাধ্যমে দর্শকদের ধরে রাখার চেষ্টা করছে। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ বা ‘ফুলকি’-র মতো ধারাবাহিক দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। অন্যদিকে, জি বাংলার ‘পরিণীতা’ প্রথম স্থান ধরে রেখেছে, যা প্রমাণ করে দর্শকদের ভালোলাগার বিষয়গুলি কীভাবে পরিবর্তিত হচ্ছে। ‘গীতা এলএলবি’ কিংবা ‘কোন গোপনে’-র মতো ধারাবাহিকও ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছে দর্শকদের মনে।

এই ধারাবাহিকগুলির কাহিনি, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স, এবং গল্পের বাঁক দর্শকদের আকর্ষিত করছে। সন্ধ্যা হোক বা রাত— টেলিভিশনের সামনে বসে পরিবারের সবাই একসঙ্গে সময় কাটান এই ধারাবাহিকগুলোর মাধ্যমে। ফলে চ্যানেলগুলিও দর্শকদের বিনোদন দিতে একের পর এক নতুন মোড় আনছে গল্পে। পাশাপাশি, নতুন ধারাবাহিকগুলিও দর্শকদের মন জিততে মরিয়া হয়ে উঠেছে, যাতে টিআরপি লিস্টে নিজেদের জায়গা শক্ত করতে পারে।

তবে এই জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যেও প্রতি সপ্তাহেই চলে প্রতিযোগিতা। কোন ধারাবাহিক দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিল, কোন ধারাবাহিকের জনপ্রিয়তা একটু কমল— তা নির্ধারণ হয় টিআরপি লিস্টের মাধ্যমে। সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রকাশিত হয় এই তালিকা, যা ধারাবাহিকগুলির সাফল্য মাপার প্রধান মানদণ্ড। দর্শকদের ভোটেই নির্ধারিত হয় কোন ধারাবাহিক শীর্ষে থাকবে, আর কোনটি নিচে নেমে যাবে।

আরও পড়ুনঃ জিতুই শ্রাবন্তীর শিব, নায়কের ছবি দিয়েই শিবরাত্রির শুভেচ্ছা জানালেন নায়িকা!

এই সপ্তাহের টিআরপি লিস্টে এক নম্বরে রয়েছে ‘পরিণীতা’ (8.0)। দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ (7.5), এবং তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (7.3)। চতুর্থ স্থানে ‘গীতা এলএলবি’ এবং ‘কোন গোপনে’ (6.6), আর পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামাটি’ (6.5)।

এবার দেখে নেওয়া যাক টিআরপি তালিকা—

BT •• পরিণীতা 8.0
2nd •• জগদ্ধাত্রী 7.5
3rd •• ফুলকি 7.3
4th •• গীতা LLB, কোন গোপনে 6.6
5th •• রাঙামতি 6.5