সবাই তো সরলো! ‘মদের নেশায় চুর সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া কবে পদহারা হবেন?’ প্রশ্ন তুলছেন নেটিজেনরা

কলকাতার(kolkata) রাস্তা মানেই এখন আতঙ্ক! কে কখন বেপরোয়া গাড়ির শিকার হবেন, কেউ জানে না। সকালে অফিস যাওয়া, বাজার করা বা স্কুলে বাচ্চা পৌঁছে দেওয়া—সবটাই যেন রিস্ক নিয়ে। চারপাশে গাড়ির গতি, মদ্যপ চালকের দাপট আর সাধারণ মানুষের আতঙ্ক—এটাই আজকের শহরের চেনা ছবি।

আরও ভয়ংকর যখন এই ঘটনায় জড়িয়ে পড়ে পরিচিত মুখ। টেলিভিশনের পরিচিত পরিচালক কিংবা জনপ্রিয় ধারাবাহিকের কার্যনির্বাহী প্রযোজক যখন পুলিশের গাড়িতে উঠে থানার পথে, তখন তা যে সাধারণ মানুষের মনেও এক প্রশ্ন তুলে দেয়—তারকাদের এই বেপরোয়া আচরণের শেষ কোথায়?

ঠিক তেমনই ঘটেছে ঠাকুরপুকুরে। রবিবার সকাল ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজার এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ছয়জনকে পিষে দেন টেলি-পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। মৃত্যু হয় এক বৃদ্ধের। ওই গাড়িতে ছিলেন বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও। গাড়ি থেকে বের করার পর দু’জনেরই মদ্যপ অবস্থা দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা। পুলিশের গাড়িতে ওঠার সময়ও নেশায় টলমল অবস্থায় দেখা গিয়েছিল শ্রিয়াকে।

এই ঘটনা সামনে আসতেই নতুন করে প্রশ্ন ওঠে—ভিক্টো তো পুলিশি হেফাজতে, কিন্তু শ্রিয়ার কী হবে? কোনও শাস্তি কি হবে তাঁর? এবার সেই প্রশ্নের জবাব দিলেন সংশ্লিষ্ট চ্যানেল ম্যানেজমেন্ট। তাঁদের বক্তব্য, “আমরা পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছি। আইনি প্রক্রিয়া যেভাবে চলবে, সেটাই মেনে চলা হবে। তবে এই মুহূর্তে কাজ থেকে কাউকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তদন্তের রিপোর্ট আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুনঃ আয়ান বিবাহিত জেনে মাথায় বাজ মোহনার! নদীয়ায় চেনা জায়গায় এবার মুখোমুখি হতে চলেছে শুভ আদৃত! ‘গৃহপ্রবেশ’ এর নতুন পর্বে মোহনার চোখে জল, জিনিয়ার নতুন চক্রান্ত!

অর্থাৎ, এত বড় কাণ্ডের পরও আপাতত খুবই ‘ক্যাজুয়াল’ মুডে চ্যানেল কর্তৃপক্ষ। শ্রিয়া বসু কিংবা ভিক্টোর সিরিয়ালে কাজ থাকছে কি না, তা এখনও ঝুলেই রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ক্ষোভের ঝড় উঠেছে। সাধারণ দর্শকরা প্রশ্ন তুলেছেন—একজন সাধারণ কর্মী হলে কি এত সহজে ছাড় পেতেন? তদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে, শ্রিয়া-ভিক্টোর ভবিষ্যৎ কোন পথে এগোয়। যদিও ভিক্টো ইতিমধ্যেই পদহারা হয়েছেন কিন্তু শ্রিয়াকে নিয়ে এখন‌ও কোন‌ও সিদ্ধান্ত নেয়নি চ্যানেল।

You cannot copy content of this page