একটা সময় ছিল যখন সন্ধ্যে নামলেই বাঙালির ড্রয়িংরুমে চলত পছন্দের ধারাবাহিক। পরিবারের সকলে মিলে বসে দেখতেন একসঙ্গে হাসি, কান্না আর টানটান উত্তেজনার নাটকীয়তা। আর এখন? পাল্টে যাচ্ছে বিনোদনের প্যাটার্ন। কেউ মোবাইল স্ক্রিনে মগ্ন, কেউ আবার ইউটিউব বা ওটিটিতে ঘাঁটছেন পছন্দের কনটেন্ট। তবু কিছু ধারাবাহিক এমন আছে যেগুলি এখনো ধরে রেখেছে দর্শকের মন। এমনই একটি ধারাবাহিক ছিল ‘কথা’, যেখানে গোবরদেবী আর এভির মিষ্টি প্রেমের রসায়নে মাতোয়ারা ছিল দর্শক।
গল্পের জাদুতে দর্শককে বেঁধে রাখার ক্ষমতা ছিল ‘কথা’ ধারাবাহিকের। সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দের জুটিকে প্রথমবার ছোট পর্দায় দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। একে অপরের সঙ্গে টকঝাল সম্পর্ক, মাঝেমধ্যে আবেগ আর ভালোবাসায় ভরা দৃশ্য— সব মিলিয়ে একটা অন্য রকম ভালোলাগা তৈরি করেছিল ধারাবাহিকটি। এমনকি গল্পের মোড় ঘুরে যাওয়ার পরেও অনেক দর্শক অপেক্ষা করতেন নতুন পর্বের জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ কি কমে আসছে?
চলতি সপ্তাহের টিআরপি তালিকা যেন কিছুটা ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। এত দিন পর্যন্ত প্রথম পাঁচের মধ্যে থাকত ‘কথা’ ধারাবাহিকের নাম। কখনও কখনও তো প্রথম স্থানও দখল করেছিল সাহেব-সুস্মিতার এই ধারাবাহিক। কিন্তু এবার অনেকটাই পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। হঠাৎ এই পরিবর্তনের কারণ কী? অনেকের মতে, গল্পে যেভাবে বদল এসেছে, তার সঙ্গে ঠিক মেলাতে পারছেন না দর্শক। ‘কথা’ আর ‘এভি’র চরিত্রে এসেছে ভোলবদল। সেই পুরনো খুনসুটি, টানাপোড়েনের সম্পর্ক কোথায় যেন ধোঁয়াশায় ঢাকা পড়েছে। আর এই নতুন মোড়টাই হয়তো ততটা মজাদার লাগছে না দর্শকের কাছে।
তবে কি শুধুই গল্পের দায়? না কি বাইরের পরিস্থিতিও এর জন্য কিছুটা দায়ী? সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে সুস্মিতা দে জানান, “দর্শকের গল্প পছন্দ হল কি না, তা বলা মুশকিল। কিন্তু এখন আইপিএল চলছে, পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি— সব মিলিয়ে মানুষ হয়তো সিরিয়ালের প্রতি মনোযোগ দিতে পারছেন না।” তার কথায়, এখন প্রায় প্রতিটি বাড়িতেই খবরের চ্যানেল সারাক্ষণ চলছে। মানুষ বিনোদনের বদলে এখন বাস্তবের খবরে বেশি মন দিচ্ছেন। ফলে টিআরপির ওঠানামা যে এখন খুব স্বাভাবিক ব্যাপার, তা মানছেন নায়িকা নিজেও।
আরও পড়ুনঃ বিয়ে লাগতে চলেছে রায় পরিবারে! জিনিয়ার প্ল্যান মতোই চলছে সবকিছু! এদিকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তুলি! শুভ কি পারবে তুলিকে বাঁচাতে? কি হতে চলেছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে?
যদিও টিআরপি কমে যাওয়ার ঘটনায় খুব একটা বিচলিত নন ধারাবাহিকের কলাকুশলীরা। বরং তাঁদের লক্ষ্য এখন গল্পকে আরও বেশি গভীর ও আকর্ষণীয় করে তোলা। সদ্য ৫০০ পর্ব উদ্যাপন করেছেন তাঁরা ধুমধাম করে। এখন চোখ ১০০০ পর্বের দিকে। সুস্মিতা বলেন, “আমরা প্রত্যেকেই প্রতিটি দৃশ্য উপভোগ করছি। শুধু আমি না, টেকনিশিয়ান দাদারাও খুব এনজয় করছেন। তাই টিআরপি বাড়া-কমা আর ভাবায় না।” তবে দর্শক ফিরবেন কি না, তা বলবে সময়ই। আপাতত গোবরদেবীর বদলে যাওয়া রূপেই বাজি রেখেছে ‘কথা’র টিম। এখন দেখার বিষয়, এই বাজি জিতে দর্শকের মন আবারও জয় করতে পারে কিনা এই জনপ্রিয় ধারাবাহিক।