স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বরাহনগরের মানুষের জন্য এ বার এল এক বিশেষ সুখবর। এলাকার তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বরাহনগরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলে রাখা হল স্বামী বিবেকানন্দের নামে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা যে দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে তারই বাস্তব রূপ মিলল এই বিশেষ দিনে।
বরাহনগরের তাঁতিপাড়া থেকে আলমবাজার মোড় পর্যন্ত রাস্তার নাম পরিবর্তনের দাবি ছিল বহুদিনের। এলাকাবাসীর বক্তব্য, স্বামী বিবেকানন্দের মতো মনীষীর নামে রাস্তার নামকরণ হলে তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সেই দাবি বিধানসভায় তুলে ধরেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এবং বরানগর পৌরসভার সহযোগিতায় শেষ পর্যন্ত দেশবন্ধু রোডের ওই অংশ নতুন পরিচয়ে পরিচিত হল বিবেকানন্দ সরণি নামে।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি এই আবেদন করেছিলেন। রাজ্য সরকারের সহযোগিতায় সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যায় নতুন নামের ফলক এবং অনুষ্ঠানের নানা মুহূর্ত, যা এলাকাবাসীর আবেগ আরও বাড়িয়ে তোলে।
শুধু রাস্তার নাম পরিবর্তনই নয়, স্বামীজির জন্মবার্ষিকীতে আরও একটি সুখবর দেন বিধায়ক। তিনি জানান, আলমবাজারের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিওও তিনি ভাগ করে নেন, যেখানে মঠ কর্তৃপক্ষের তরফে তাঁকে ধন্যবাদ জানানো হয়।
আরও পড়ুনঃ “নজরে আসতে ব্যক্তিগত জীবনকে এতটা উজাড় করা, মানসিক অবসাদের ফল!” বর্তমানে ‘ডেইলি ভ্লগিং’-এর বাড়বাড়ন্ত নিয়ে সরব কোয়েল মল্লিক! সমাজ মাধ্যমে অতিরিক্ত খোলামেলা জীবন থেকে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে স্পষ্ট বার্তা অভিনেত্রীর!
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর সমাজমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। এলাকার বহু মানুষ মন্তব্য করে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি নেটিজেনদের বড় অংশ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এমন কাজই জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমায় এবং ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়।






“তুমি নাকি ডিভোর্স স্পেশালিস্ট!” বারবার দোষারোপ, কটা’ক্ষে বি’দ্ধ সায়ক! নেটিজেনের খোঁচায় এমন জবাব দিলেন ভ্লগার-অভিনেতা, মুহূর্তে বদলে গেল আলোচনা! কী বললেন তিনি?