টেলিভিশনের দুনিয়ায় অনেক জুটি আছেন যাঁদের অনস্ক্রিন জাদু দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু কিছু জুটি আবার পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও বিশেষ হয়ে ওঠেন। সেই ছোটপর্দার জনপ্রিয় জুটিদের তালিকায় বহুদিন ধরেই রয়েছে প্রতীক সেন এবং সোনামণি সাহার নাম। তাঁদের রসায়ন শুধু সিরিয়ালে নয়, দর্শকের মনে আলাদা উত্তেজনা তৈরি করেছে।
বহুদিন ধরেই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও প্রতীক হোক বা সোনামণি—দুজনেই বারবার বলেছেন তাঁরা শুধুই ভাল বন্ধু। তবুও কোথাও যেন সেই কথার সত্যতা নিয়ে দর্শকদের মনে প্রশ্ন থাকে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, একে অপরের প্রতি আলাদা যত্ন—সব মিলিয়ে ভক্তদের চোখে তাঁরা বরাবরই প্রিয় জুটি।
অভিনেত্রী মাত্র ১৮ বছর বয়সে নাচের কোরিওগ্রাফার সুব্রত রায়কে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসার বেশিদিন টেকেনি। বহুদিন আলাদা থাকার পর অবশেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডিভোর্স চূড়ান্ত হয়। আর ঠিক সেই সময় থেকেই ‘মোহর’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রতীকের সঙ্গে তাঁর নাম জড়াতে শুরু করে। যদিও সেই সম্পর্ক নিয়ে কখনোই স্পষ্ট কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে হাজির হয়েছিলেন প্রতীক ও সোনামণি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ের প্রসঙ্গ উঠতেই দুজনেই কথার মোড় ঘোরানোর চেষ্টা করেন। প্রতীক হেসে বলেন, “আমি কী বিয়ে করব! আমার তো বিয়ের বয়সই পেরিয়ে গেছে।” আর পাশেই লাজুক মুখে সোনামণির জবাব—“হ্যাঁ, বিয়ের জন্য তো ছেলে খুঁজছি”! তাঁর মুখের সেই মিষ্টি হাসি দেখেই ভক্তরা আরও নিশ্চিত হয়ে যান যে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের চেয়ে অনেক বেশি।
আরও পড়ুনঃ ঝামেলা অব্যাহত! জিতু কাজে ফিরতেই মহিলা কমিশনে অভিযোগ দিতিপ্রিয়ার! ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে ফের তুঙ্গে উত্তেজনা
যদিও দুজনেই বিবাহ নিয়ে সরাসরি কিছু স্বীকার না করলেও, দর্শকের ধারণা খুব শীঘ্রই হয়তো তারা বিয়ে করতে চলেছে। আবার অনেকের দাবি তলে তলে নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এখন ভক্তদের অপেক্ষা, কবে পছন্দের জুটিকে সত্যিই দেখা যাবে সাতপাকে বাঁধা মানসিক ছবির বাইরে বাস্তব জীবনে।






