মাত্র ৫৩ বছরে জনপ্রিয় টলি অভিনেতার (Tollywood Actor Death) মৃত্যুতে ফের শোকস্তব্ধ বিনোদন জগৎ। একসময় যিনি হাস্যরসাত্মক, খল চরিত্রে নিজের অভিনয়গুণে দর্শকদের মন জয় করেছিলেন, তিনি আজ জীবনের শেষ অধ্যায়ে এসে হেরে গেলেন কঠিন এক লড়াইয়ে। বহু সিনেমায় তাঁকে দেখা গিয়েছে নানারকম চরিত্রে, তবে তার মধ্যেও একটা নিজস্ব স্বাদ ছিল তাঁর অভিনয়ে— যা তাঁকে আলাদা করে চিনিয়েছিল দর্শকের সামনে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় একটি হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর কিডনি পুরোপুরি বিকল হয়ে গিয়েছে এবং জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনই একমাত্র উপায়। পরিবারের তরফে শুরু হয় দাতা খোঁজার প্রক্রিয়া। সেইসঙ্গে প্রয়োজনীয় অর্থ জোগাড়ের চেষ্টা চলছিল পুরোদমে।
এমনকি খবরে উঠে এসেছিল এক সুপারস্টারের নামও। শোনা গিয়েছিল, সেই জনপ্রিয় অভিনেতার তরফ থেকে ৫০ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। যদিও পরে জানা যায়, এই খবর ছিল মিথ্যে। অভিনেতার মেয়ে নিজেই স্বীকার করেছেন, একটি ভুয়ো ফোনের ভিত্তিতেই এই ভুল খবর ছড়িয়েছিল। সংবাদ মাধ্যমে সেই সুপারস্টার জানান, তিনি নিজেও জানতেন না এমন কোনও অনুদানের ব্যাপারে।
এমন বিভ্রান্তির মাঝেও পরিবারের সদস্যরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যান অভিনেতার সুস্থতার জন্য। কিন্তু সময় মতো কিডনি না পাওয়ায় শেষরক্ষা হল না। শুক্রবার ১৮ জুলাই, হৃদয়বিদারকভাবে জীবনের যুদ্ধে হেরে গেলেন অভিনেতা। পরিবারের অক্লান্ত চেষ্টা এবং অনুরাগীদের হাজারো প্রার্থনাকে বৃথা করে, ইহলোক ত্যাগ করলেন তিনি। একটি সম্ভাবনাময় প্রতিভার এমনভাবে চলে যাওয়া নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুনঃ ফের স্টার জলসায় বাজতে চলেছে বিদায় ঘন্টা! এক বছর না কাটতেই শেষের পথে ‘তেঁতুলপাতা’! শুরুটা জোরালো হলেও, গৌরব-ঋতাব্রতা জুটি দর্শকদের চোখে ব্যর্থ! কবে হতে পারে শেষ সম্প্রচার?
প্রয়াত অভিনেতার আসল নাম ছিল মঙ্গলমপল্লি ভেঙ্কটেশ। তবে তিনি পরিচিত ছিলেন ‘ফিশ ভেঙ্কট’ নামে। তেলেগু ভাষাভাষী হলেও দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে তাঁর কাজ প্রশংসিত হয়েছে নানা মহলে। ‘গব্বর সিং’, ‘হিপ্পি’, ‘সুপারস্টার কিডন্যাপ’-এর মতো ছবিতে তাঁর অনবদ্য উপস্থিতি আজও মনে রেখেছেন সিনেপ্রেমীরা। মাত্র ৫৩ বছর বয়সে তাঁর প্রস্থান চলচ্চিত্র জগতের এক বড় শূন্যতা হয়ে রইল।