“এই জীবনে আর এই সুযোগ পাব না!” বাবা মাকে নিয়ে প্রয়াগরাজে ডুব দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, কেমন হল তার পুণ্য অর্জনের অভিজ্ঞতা?

মহাকুম্ভের (Mahakhumbh) পুণ্যস্নানের সুযোগ এলে কী ছাড়া যায় বলুন তো? একেবারেই নয়। তাও আবার যদি তা আয়োজিত হয় ১৪৪ বছর পরে মহাকুম্ভের বিশেষ স্নানযাত্রা। টলিউড (Tollywood) থেকে বলিউড, দেশের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ সকলেই যাচ্ছে প্রয়াগরাজে। পুণ্য অর্জনের এমন সুযোগ কেউই ছাড়তে নারাজ।

কিছুদিন আগেই মহা কুম্ভে স্নান করে এসেছেন টলি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, বাংলার এমন বহু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যাঁরা সেরেছেন এই স্নান। বর্তমানে দেখা যাচ্ছে, অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার তাঁর মা-বাবাকে নিয়ে পৌঁছে গিয়েছে প্রয়াগরাজে। আর সেই পুণ্যস্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তাঁর মা এবং বাবার সঙ্গে ডুব দিয়েছে গঙ্গাসাগরে। দেবলীনার পরনে রয়েছে সবুজ রঙের কুর্তি। ছবি পোস্ট করে নৃত্যশিল্পী লেখেন, “মহাকুম্ভ মেলা ২০২৫-এ থাকার সুযোগ পেলাম। আবার ১৪৪ বছর পরে এমন সুযোগ আসবে। আমি মন থেকে খুবই আধ্যাত্মিক মানুষ। কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। কারণ এই জীবনে আর এই সুযোগ পাব না”।

আরও পড়ুনঃ ‘বুড়োটে নায়ক আর বুড়ি নায়িকার কচিপনা জঘন্য’! ‘এইসব নায়ক নায়িকাদের নিয়ে কিভাবে এগোবে বাংলা কমার্শিয়াল সিনেমা?’ নতুন প্রতিভারা সুযোগ পাচ্ছে না কেন? প্রশ্ন তুলছেন দর্শকরা

মহাকুম্ভে যাওয়ার জন্য অভিনেত্রী বিমান ধরেছিলেন একেবারে সকাল সকাল। প্রয়াগরাজে পৌঁছে গিয়ে একটু সময় নষ্ট না করে সেরে ফেলেছেন স্নান। দেবলীনা আরো বলেছেন, “সকালে বিমানে চেপে প্রয়াগরাজে পৌঁছেই পুণ্যস্নান করি। কিন্তু এই দিনই সন্ধে সাড়ে সাতটার মধ্যে ফিরতেই হত”।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করলে জানতে পারা যায়, দিনের দিনই নান সেরে কলকাতায় ফিরতে হল বলে সবকিছুর জন্যই হাতে সময় ছিল বড়ই কম। এমনকি স্নান সেরে বিমানবন্দরের শৌচালয়েই তড়িঘড়ি শাড়ি পড়ে সেজে নিয়ে পৌঁছে যান নতুন অ্যালবামের প্রচারে। এরই মধ্যে, শাড়ি পড়া অবস্থায় বিমানবন্দরেও একটি ফটো তোলেন। ছবি পোস্টের শেষে অভিনেত্রী লেখেন, “এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম”।