ছোট পর্দায় তরুণ অভিনেতা অভিনেত্রীদের আসা যাওয়া লেগেই থেকে। তাঁদের মধ্যে যেই অভিনেত্রী আগের বছর সবচেয়ে বেশি চর্চায় ছিলেন, তিনি হলেন ‘সাইনা চ্যাটার্জি’ (Saina Chatterjee) প্রয়াত অভিনেতা ‘অভিষেক চ্যাটার্জি’র (Abhishek Chatterjee) কন্যা। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ। গত ৯ মে ছিল সইনার ১৫ তম জন্মদিন (Birthday), আর এই বিশেষ দিন উদযাপনের পার্টিও ছিল বিশেষ।
বিলাসবহুল জায়গাতে বসেছিল চাঁদের হাট। বন্ধু-বান্ধব থেকে শুরু করে সহ অভিনেতা সকলেই উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। মা সংযুক্তার সঙ্গে ডল (সাইনা) কেক কেটে উদযাপন করলেন এই দিন। গোলাপি রঙের বডিকন ড্রেসে সেজেছিলেন সাইনা এইদিন। সেই উদযাপনের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সবাই, কিন্তু অধিকাংশ মানুষেরই সাইনার সাজ কথা থেকে শুরু করে আচার-আচরণ কোনটাই সুস্থ ঠেকেনি।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এদিন সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন সাক্ষাৎকার নিতে, এমনই এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী ও তার মা। সেই সাক্ষাৎকারের ভিডিওটি রীতিমতো সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে, কিন্তু সমালোচনার বস্তু হিসেবে। অনেকেই মনে করেছেন টিভির পর্দায় দেখা চাইনা আর বাস্তবের সাইনার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। সাইনার অস্পষ্ট উচ্চারণ ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। কেউ বলেছেন, “কেমন যেন অস্বাভাবিক আচরণ।
মুখ চোখ বেঁকে যাচ্ছে কথা বলতে গিয়ে , বহু কষ্টে বাংলা বলছে , বাক্য গঠনের কোনও স্বাভাবিকতা নেই এবং আচরণে নিজের মাকেই বিড়ম্বনায় ফেলে দিচ্ছে। বেচারা সাংবাদিক বহু কষ্টে কথা উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে রিপোর্টিংয়ে দুটো শব্দও লেখার মতো পাওয়া যায়। মেয়েটার আগে গ্রুমিং প্রয়োজন, কিভাবে কথা বলতে হয় সেটা শেখা দরকার।” আবার অনেকে বলেছেন, “এই বয়েসে এর থেকেও হয়তো ছোট যারা মেয়েরা অভিনয় করেছিল তারা সংলাপ বলতো বেশ একটা কঠিন টাণ ও বাংলা ভাষা।
আরও পড়ুনঃ সিঁধ কেটে শুভর সংসারে প্রবেশ মোহনার! ভুল বোঝাবুঝির জন্য শুভর সঙ্গে দূরত্ব বাড়লো সেবন্তীর! তবে, কী রায় বাড়িতে শুভলক্ষীর জায়গা নিতে চলেছে মোহনা?
আর এ বাংলা তো দূর কথা বলতে গিয়েই আটকে যাচ্ছে। এত্ত বড়ো অভিনেতার মেয়ে!” এমনকি মা সংযুক্তাকেও অনেকে কটাক্ষ করতে ছাড়েননি, “এই বয়সে মেয়েটাকে কি উগ্র বানাচ্ছে”, “বাচ্চাকে বাচ্চার মত থাকতে দেয় না, তার উপর পারিপার্শ্বিক এমন চাপ বৃদ্ধি করে বয়সের আগেই এমন পরিণত হয়ে যায়।”— এমনই বলছেন অনেকে। বিতর্কিত মন্তব্য হলেও, অনেকেই সাইনার আচার-আচরণ এবং চেহারা দেখে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন রিয়া চক্রবর্তী সঙ্গেও তুলনা টেনেছেন।
ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত কাঞ্চন-শ্রীময়ী! নেটপাড়া বলছে ভালবাসার নামে প্রদর্শনী! ‘ভগবান কাউকে ছাড়েন না, নিজেরও মেয়ে আছে সংসার ভাঙার ফল পাবেই!’— কটাক্ষের শিকার কাঞ্চনপত্নী!