ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত কাঞ্চন-শ্রীময়ী! নেটপাড়া বলছে ভালবাসার নামে প্রদর্শনী! ‘ভগবান কাউকে ছাড়েন না, নিজেরও মেয়ে আছে সংসার ভাঙার ফল পাবেই!’— কটাক্ষের শিকার কাঞ্চনপত্নী!

শাসক দলের প্রার্থী তথা অভিনেতা ‘কাঞ্চন মল্লিকে’র (Kanchan Mullick) জন্মদিন ঘিরে উৎসবের ঢেউ যেন থামছেই না! প্রথমে কন্যা কৃষভি (Krishvi) ও পরিবারের সঙ্গে মধ্যরাতে কেক কেটে উদযাপন, পরের দিন একান্তে স্ত্রী ‘শ্রীময়ী’র (Sreemoyee Chattoraj) সঙ্গে বিশেষ সময় কাটানোর ছবি শেয়ার করলেন কাঞ্চন। শ্রীময়ী ছিলেন লাল গাউনে, কাঞ্চন কালো সুটে। তাদের ঠোঁটে ঠোঁটের চুম্বনবন্দী (Lip Kiss) মুহূর্তের ছবি ইতোমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়! কারও চোখে কেবলই প্রেমের রঙিন ছবি, আবার অনেকের চোখে কাঁটা হয়ে বিঁধেছে অতীত।

এই ছবির প্রতিক্রিয়ায় সমাজ মাধ্যমে মন্তব্য এসেছে যেমন,“এনারও মেয়ে হয়েছে, ভগবান কাউকে ছাড়ে না। ভগবান সব বিচার করেই দেয়। সময়মতো উনি সেটা হাড়ে হাড়ে বুঝবেন। যার ঘর ভেঙে উনি নিজের ঘর গড়েছেন, তার চোখের জল ওনার জন্য অভিশাপের মতো নেমে আসবে। মুখে অভিশাপ দিতে হয় না, কাউকে কষ্ট দিলে নিজেকেও একদিন তার থেকেও বেশি কষ্ট পেতে হয়। এটাই হবে একদিন।” অনেকে আবার লিখেছেন, “যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে, তারা ফেসবুকে চুমুর ছবি পোস্ট করতে হয় না।”

নেটিজেনদের একাংশ এই প্রেমের প্রকাশকে ভণ্ডামি বলেই ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন,”এরা ফটো কেন পোস্ট করে কি খারাপ খারাপ কমেন্ট পায়,আর এটা পাওয়ারই যোগ্য! কে দেখতে চায় এদের লাভ স্টোরি এদের কিসিং ফটো?” আবার কেউ বলেছেন, “সত্যি কথা কি এদের মধ্যে ভালোবাসা খুব কমই আছে, আমার মনে হয় দুজন দুজনের মতো ভালোবাসা থাকলে ফেসবুকে এসব দেখাতে হয় না!” এই আবহেই পুরনো সম্পর্কের রেশ টেনে আবার সামনে এসেছেন প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।

নিজের সন্তানের অধিকার নিয়ে সোচ্চার হয়ে সম্প্রতি তিনি বলেন, “তোমার মেয়ের বাবাই আমার ছেলের বাবা, তাই আমাদের ভুলে গেলে চলবে না।” শ্রীময়ীর ‘এরা কোন পাগল’ মন্তব্যের পর পিঙ্কির এমন সংযত উত্তর নেটিজেনদের এক বড় অংশের সহানুভূতি কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “একজন মা হয়ে পিঙ্কি যা বলেছেন, তা সত্যিই সাহসিকতার পরিচয়।” নেটিজেনরা তুলনা টেনেছেন শ্রীময়ীর প্রদর্শনীর সঙ্গে পিঙ্কির সংযমের।

আরও পড়ুনঃ কমলিনীদের সঙ্গে নতুনের ভুল বোঝাবুঝি পৌঁছল চরম পর্যায়ে! স্বতন্ত্রর কথা শুনে অবাক মিটিল! অবশেষে বিয়ের ঘোষণা করল নতুন! আগামী দিনে কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে?

একজন প্রকাশ্যে চুম্বনের ছবি শেয়ার করছেন, অন্যজন নিঃশব্দে সন্তানের ভবিষ্যতের দাবি জানাচ্ছেন। নেটিজেনদের মতে, “মাতৃত্ব এমন একটা শক্তি, যেটা যে কারও মুখোশ খুলে দিতে পারে।” একদিকে পিঙ্কি পেছন ফিরে তাকাতে চান না, সন্তান এবং কাজ নিয়েই তিনি সুখী। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক যতই সমাজ মাধ্যমে প্রেমপ্রকাশ করুক, তা যে সকলের মন জয় করতে পারছে না, সেটাই স্পষ্ট হয়ে উঠছে প্রতিক্রিয়াগুলিতে। একজন মা বনাম দম্পতির এই সামাজিক লড়াইয়ে আপনারা কার দলে?

You cannot copy content of this page