সম্প্রতি মুক্তি পাওয়া হইচই (Hoichoi) -এর ওয়েব সিরিজ ‘ডাইনি’ (Dainee) নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakraborty)। সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে অনেকেই সিরিজের প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে কটাক্ষের ঝড়ও কম ওঠেনি। তবে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ ‘পরমা বন্দ্যোপাধ্যায়’ (Paroma Banerji) ।
‘রোজগেরে গিন্নি’ খ্যাত এই উপস্থাপিকা ও গায়িকা সোশ্যাল মিডিয়ায় সরাসরি কটাক্ষ করেছেন সিরিজটিকে, বিশেষ করে মিমির অভিনয় নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। সামাজিক মাধ্যমে নিজের হতাশা ব্যক্ত করে তিনি লেখেন, “অনেক প্রশংসা শুনে আমি হইচই-তে ৪৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়েছিলাম। কিন্তু মাত্র তিনটি এপিসোড দেখেই আর এগোতে পারিনি।
এই সিরিজ দেখে মনে হয়েছে, যেন একটা যাত্রাপালা চলছে!” তিনি আরও বলেন, “দু-একজন ভালো অভিনেতা থাকলেও তাঁদের জন্য পর্যাপ্ত স্ক্রিন টাইম নেই। আর প্রধান অভিনেত্রীর মুখের অভিব্যক্তি এতটাই অপ্রাকৃতিক লেগেছে যে তা পুরো অভিজ্ঞতাকেই নষ্ট করেছে।” পরমার দাবি, সিরিজটি নিয়ে যতটা হাইপ তৈরি হয়েছিল, বাস্তবে তা কোনোভাবেই সেই মান বজায় রাখতে পারেনি।
এখানেই থামেননি তিনি, মিমির লুক নিয়েও করেছেন সমালোচনা। পরমার মতে, অভিনেত্রী এতটাই ‘লিপ ফিলিং’ করিয়েছেন যে, সংলাপ বলার সময় ঠোঁট ঠিকমতো নড়ছেই না! একসময়ের ‘গানের ওপারে’ খ্যাত অভিনেত্রীর দক্ষতা দেখে মুগ্ধ হওয়া দর্শকদের জন্য এটি অত্যন্ত হতাশাজনক বলেও তিনি মন্তব্য করেন। পরমা সিরিজের নির্মাণশৈলী ও পরিচালনাকেও তুলোধোনা করেছেন। তার কথায়, “এই সিরিজটা একদম যাত্রাপালার মতো লাগল।
এতটাই নাটকীয় যে, বাস্তবের সঙ্গে কোনও মিলই খুঁজে পাচ্ছিনা।” তিনি আরও বলেন, সিরিজের কয়েকজন ভালো অভিনেতা থাকলেও, তাঁদের অভিনয়ের পরিসর খুবই কম। তার দাবি, যারা এখনও হইচই-এর সাবস্ক্রিপশন নেয়নি, তারা যেন শুধুমাত্র এই সিরিজের জন্য অর্থ ব্যয় না করেন। তবে এই পোস্ট সামনে আসার পর নেটিজেনরা দ্বিধাবিভক্ত হয়ে গেছেন।
অনেকেই পরমার সমালোচনার বিরোধিতা করেছেন। কেউ লিখেছেন, ‘সিরিজটি মোটেই এতটা খারাপ নয়, বরং এর বিষয়বস্তু অত্যন্ত শক্তিশালী।’ কেউ আবার বলেছেন, ‘হিন্দি অভিনেত্রীরা যদি ফিলার ব্যবহার করেন, তাহলে তা প্রশংসনীয় আর বাঙালি অভিনেত্রী করলে কটাক্ষ করা হয়, এটা কি ন্যায়সঙ্গত?’ অনেকে আবার মিমিকে সরাসরি ট্যাগ করেও তাঁদের মতামত জানিয়েছেন।
আরও পড়ুনঃ আকাশের কথা শুনে খুশি হলেন শুভলক্ষী! আয়ানের সঙ্গে মোহনার সম্পর্ক নিয়ে আগ্রহী সুনন্দা! আগামী দিনে কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?
মিমি চক্রবর্তী এখনও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে এ ধরনের বিতর্ক যে ‘ডাইনি’-র প্রচারে আরও মাত্রা যোগ করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সিরিজটি নিয়ে আলোচনা-সমালোচনা চললেও, দর্শকেরা যে এই কনটেন্ট নিয়ে আগ্রহী, তা স্পষ্ট। এখন দেখার বিষয়, মিমি বা হইচই কতটা গুরুত্ব দেন এই সমালোচনাকে, এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেন কি না!