টেলিপাড়ায় এই মুহূর্তে যারা মাতৃত্বের স্বাদ পেয়েছেন, তাদের মধ্যে ‘অহনা দত্ত’ (Ahona Dutta) সবচেয়ে ছোট বয়সে। অহনা মাত্র ২১ বছর বয়সেই মা হয়েছেন। জীবনের নতুন অধ্যায়ে তিনি পুরোপুরি নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত। কিন্তু মাতৃত্বের আনন্দের মধ্যেও তাঁকে বারবার শুনতে হচ্ছে নেটিজেনদের নানা কটাক্ষ। সম্প্রতি মায়ের নাম টেনে তাঁকে অপমানজনক মন্তব্য করা এবং সদ্যজাত সন্তানকে অভিশাপ দেওয়ায় অহনা চুপ না থেকে সোজাসাপ্টা উত্তর দেন।
তিনি সাফ জানিয়ে দেন, নিজের মেয়ের জীবনে যদি এমন তাঁর মতো কোনও পরিস্থিতি আসে তবে তিনি মা হয়ে তাকে আটকাবেন না। বরং সারাক্ষণ যোগাযোগ রাখার চেষ্টা করবেন। তাঁর বক্তব্যে বিদ্রূপের সুর ছিল প্রবল। কারণ তিনি নিজের অভিজ্ঞতা টেনে এনে বলেন, তিনি কখনও মেয়েকে গয়না খুলে দিয়ে বাড়ি ছাড়তে বলবেন না, বা দাদুর সঙ্গে কথা বলার অধিকার কেড়ে নেবেন না।
আরও কড়া মন্তব্যে জানান, কারও প্রতি বাধ্যবাধকতা চাপিয়ে আ’ত্মহ’ত্যার হুমকি দেওয়ার মতো অযৌক্তিক সিদ্ধান্ত তিনি নেবেন না। প্রসঙ্গত, বিয়ের সময় থেকেই এই মা-মেয়ের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। দীপঙ্করের সঙ্গে প্রেম করার সময় অহনার বয়স ছিল মাত্র ১৮–১৯-এর মধ্যে। ঠিক তখনই মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। চাঁদনি প্রকাশ্যে এই বিয়ে মেনে নিতে অস্বীকার করেছিলেন।
অথচ সব বিরোধ এড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বরে রেজিস্ট্রির মাধ্যমেই বিয়েটা সেরে ফেলেন অহনা আর দীপঙ্কর। প্রেগন্যান্সির সময়ও মা তাঁর পাশে ছিলেন না, এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে। অথচ এই সংবেদনশীল সময়ে পরিবার থেকে সমর্থন না পাওয়া কোনও মেয়ের জন্য কতটা কঠিন হতে পারে, তা স্পষ্ট বোঝা যায় অহনার কথায়। তিনি যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছেন, সেটাই হয়তো তাঁকে আরও শক্ত করেছে।
আরও পড়ুনঃ পার্বতী-কালী একসঙ্গে! কোয়েল ও কৌশানিময় স্টার জলসার মহালয়া! ঢাক বাজিয়ে মহালয়ার শুভ সূচনা করলেন দুই নায়িকা
নেটিজেনদের কটাক্ষে তিনি আবেগপ্রবণ না হয়ে বরং স্পষ্ট জবাব দিয়েছেন, যা অনেকের কাছেই সাহসী অবস্থান বলে মনে হয়েছে। সবশেষে, অহনা জানিয়ে দেন— তাঁর মেয়ে ভবিষ্যতে যাই করুক না কেন, তিনি চাইবেন সে যেন সুখে থাকে। তিনি নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছেন, সম্পর্কের মধ্যে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিলে দূরত্বই বেড়ে যায়। তাই নিজের সন্তানকে তিনি সেই একই পথে ঠেলে দেবেন না। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের জায়গায় ফিরবে না, এই কথাও তিনি জানিয়েছেন।