“ঠাকুমার আত্মাই আমার শরীরে রয়েছে! গুরুদেবের কাছেও গিয়ে এই উপলব্ধি পেয়েছি”, দ্বিতীয় জন্ম হয়েছে আমার, অপরাজিতার ‘দ্বিতীয় জন্ম’ দাবি ঘিরে নেটপাড়ায় তোলপাড়, ট্রোলিংয়ের মুখে অভিনেত্রী

সোজা কথা সরাসরি বলতে কখনওই পিছিয়ে যান না টলিপাড়ার জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ তিনি, রয়েছে তাঁর নিজস্ব নাচের স্কুলও। আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও নির্ভীক এই অভিনেত্রী নিজের জীবন নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে করা তাঁর এক মন্তব্য ঘিরে এখন রীতিমতো তোলপাড় নেটপাড়া।

অপরাজিতা জানিয়েছেন, এটা নাকি তাঁর “দ্বিতীয় জন্ম”! অভিনেত্রীর কথায়, তিনি জন্মান্তরে বিশ্বাস করেন এবং মনে করেন, তাঁর ঠাকুমার আত্মাই তাঁর শরীরে ফিরে এসেছে। তিনি বলেন, “আমার ঠাকুমা নিরুপমা আঢ্য—আমি তিনিই। এটা আমি শতভাগ বিশ্বাস করি। তাঁর অনেক স্বভাব, আচরণ, ভালোবাসা, এমনকি মুখের গড়নও আমার সঙ্গে হুবহু মেলে। গুরুদেবের কাছেও গিয়ে এই উপলব্ধি পেয়েছি।”

অভিনেত্রীর মতে, এই জীবনই তাঁর শেষ জন্ম। “আমি বিশ্বাস করি, এটাই শেষ। আর জন্মাতে চাই না,” বলেন অপরাজিতা। তিনি আরও জানান, তাঁর ঠাকুমা জীবদ্দশায় খুবই চাইতেন কন্যাসন্তান, কিন্তু পরিবারে তা হয়নি। তাই হয়তো সেই অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতেই তিনি ঠাকুমার আত্মা হয়ে ফিরে এসেছেন। এমনকি পরিবারের অনেক সদস্যও এই বিষয়ে তাঁর সঙ্গে একমত বলেই দাবি অভিনেত্রীর।

অবশ্য অপরাজিতার এই আধ্যাত্মিক বক্তব্যে সোশ্যাল মিডিয়া রীতিমতো ফেটে পড়েছে হাসিতে। কেউ লিখেছেন, “মাথা গেছে একেবারে,” আবার কেউ লিখেছেন, “ভগবান হয়ে গেছেন উনি!” কেউ কেউ মজা করে লিখেছেন, “এ যেন শুকনো নেশার হাই লেভেল!” ট্রোলের ঝড়ে ছেয়ে গিয়েছে নেটমাধ্যম, কিন্তু অভিনেত্রী এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

আরও পড়ুনঃ “লজ্জা নেই তোমাদের?” ধর্মেন্দ্রর বাড়ির সামনে ফটো শিকারিদের দেখে রাগে ফেটে পড়ে গা’লাগা’লি দিলেন সানি দেওল!

তবে ট্রোলের ঝড়েও অপরাজিতার জনপ্রিয়তায় কোনও ছেদ পড়েনি। বরং এই ঘটনাই আবার প্রমাণ করল—তিনি নিজের মতো করে ভাবেন, বলেন, বাঁচেন। সিরিয়াল, সিনেমা ও ওয়েব সিরিজ—সব জায়গাতেই তাঁর দাপট অব্যাহত। এবার তাঁর জন্মান্তরের তত্ত্বই যেন নতুন নাটক লিখে দিল নেটদুনিয়ায়!