সম্পূর্ণ নিঃশব্দে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী ‘রূপা ভট্টাচার্য’ (Rupa Bhattacharya) । একটিবারের জন্যও প্রকাশ্যে না এনে, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন (Wedding) তিনি। বহুদিন ধরে টেলিভিশনে অভিনয় করলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিলেন অত্যন্ত গোপনীয়। প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সদা একটাই উত্তর– “আমি একাই ভালো আছি”। অথচ এই ‘ভালো থাকা’র আড়ালেই গড়ে উঠেছিল এক গভীর সম্পর্কের ভিত্তি, যা এবার গিয়ে পৌঁছেছে বিবাহের পরিণতিতে।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’-তে খল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন রূপা। বহুদিন পর নিজের মতো করে পর্দায় ফিরে এসেছিলেন তিনি। কিন্তু বাস্তবে তাঁর জীবন ছিল অনেকটাই নিঃসঙ্গ। বহুদিন ধরেই পরিবার থেকে দূরে একা থাকেন তিনি। মতের অমিল, পারিবারিক টানাপোড়েন এবং পেশাগত নানা চাপের মধ্যে দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন রূপা। তবে এত কিছুর মাঝেও কাউকে জীবনে ভরসা করার মতো খুঁজে পেয়েছেন অভিনেত্রী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠজনেরা। কোনও সমাজ মাধ্যম পোস্টে মনের মানুষের ছবি নেই, এমনকি বিয়ের দিনটিকেও একান্ত রাখলেন রূপা। টলিউডের অনেকেই যখন বিয়ে, এনগেজমেন্ট নিয়ে চুপিচুপি পরিকল্পনা করেন, তখন রূপা যেন সেই নিঃশব্দতার রেকর্ডটাই ভেঙে দিলেন আরও ব্যক্তিগত থেকে। এর আগে অবশ্য অভিনেত্রী একাধিক বিয়ের থিম ফটোশুটে অংশ নিয়েছিলেন।
তাই প্রথমে অনেকেই খবরটিকে ভুয়ো বলে ধরে নিলেও পরে নিশ্চিত হন যে এইবার সত্যিই জীবনের নতুন যাত্রা শুরু করেছেন তিনি। এই মুহূর্তে ‘আনন্দী’ ধারাবাহিকে তাঁর চরিত্রের ট্র্যাক শেষ হয়েছে। ফলে কাজ থেকেও খানিক বিরতি পেয়েছেন অভিনেত্রী। এই ফাঁকে নিজের নতুন সংসার গুছিয়ে নিতে চান তিনি। রূপার জীবনে দীর্ঘদিনের একাকীত্বকে এবার ছুটি দিয়ে শুরু হয়েছে এক নতুন গল্প। প্রেমটা ঠিক কবে থেকে শুরু, কীভাবে আলাপ—সেসব এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ “টেলিভিশনে লেখকরাই এখন গল্প লেখেন, প্রযোজনা করেন এবং সহকারীদের পরিচালক বানায়!”— কাজের খরা, পেট চালাতে অভিনয় করছেন পরিচালক অনিন্দ্য সরকার! বয়স বেড়েছে, তাই কাজ বন্ধ!
তবে এতদিন যিনি নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়েছেন, তিনিই এবার জীবনের সঙ্গী হিসেবে পেয়েছেন এমন একজনকে, যাঁর সঙ্গে হাতে হাত রেখে হাঁটতে পারেন তিনি। আর অভিনেত্রী সেই মনের মানুষটির নাম হলো দেবাঙ্ক ভট্টাচার্য। উল্লেখ্য, টলিউডে যখন একের পর এক সম্পর্ক ভাঙনের খবরে শিরোনাম দখল করেছে, তখন রূপা-দেবাঙ্কের এই গোপন বিয়ে যেন এক শান্তির খবর হয়ে উঠেছে ইন্ডাস্ট্রির অনেকের কাছেই। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুই উপস্থিত ছিলেন এই বিয়েতে।