আজ বৃহস্পতিবার আর যথারীতি আজ প্রকাশিত হয়ে গেল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা (TRP List)। প্রত্যেক সপ্তাহে এই বিশেষ দিনের দিকে নজর থাকে বাংলা ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষের। কোন চ্যানেলের কোন ধারাবাহিক টপ করলো, কোন ধারাবাহিক নিম্নমুখী সেটাই বোঝা যায় টিআরপি তালিকা দেখলে।
যথারীতি অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। লক্ষ্মীবারেই প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি। কোন ধারাবাহিক কত নম্বর পেল সেটা তো দেখতে হবে। বর্তমান বাংলা ধারাবাহিকগুলির ভাগ্য ঝুলে থাকে ওই টিআরপির উপর। আসলে এখন আর ভালো গল্প, ভালো অভিনেতা-অভিনেত্রী কোনও কিছুই গুরুত্ব পায়না। গুরুত্ব পায় দর্শকের নজর টানছে কোন ধারাবাহিক।
যদিও সেটা আগাম আন্দাজ করা যায় না কোন ধারাবাহিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। এমন অনেক ভালো ভালো ধারাবাহিক আছে যেগুলো ভালো গল্প হওয়া সত্ত্বেও দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। এই যেমন তোমাদের রানী, কে প্রথম কাছে এসেছি। দুটো ধারাবাহিকেরই গল্প ভালো ছিল। এর মধ্যে তোমাদের রানী এক বছর চললে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল কে প্রথম কাছে এসেছি।
তবে, নতুন শুরু আর বন্ধের খেলায় কিছু ধারাবাহিক সমানে ভালো ফল করে চলেছে। যার মধ্যে অন্যতম হলো জি বাংলার ফুলকি। শুরুর পর থেকে একটি বারের জন্য এই ধারাবাহিক প্রথম পাঁচের বাইরে বেরোয়নি। মাঝে অবশ্য একটু পিছিয়ে পড়লেও চলতি সপ্তাহে ফের ধামাকাদার কামব্যাক। কথা, গীতা সবাই উড়ে গেল ফুলকির দাপটের সামনে।
আরও পড়ুনঃ ‘ধরি মাছ না ছুঁই পানি করে আন্দোলন হয় না, ওটাকে রেভলিউশন বলে না…!’, সুবিধাবাদী! নাম না করে স্বস্তিকাকে কটাক্ষ শ্রীলেখার
চলতি সপ্তাহে টিআরপি টপার ফুলকি। দ্বিতীয় স্থানে গীতা, তৃতীয় স্থানে নিম ফুলের মধু। চতুর্থ স্থানে কথা, পঞ্চম স্থানে জগদ্ধাত্রী, উড়ান। এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা পায়নি কোন গোপনে মন ভেসেছে, শুভ বিবাহ, মিঠিঝোরার মতো ধারাবাহিকগুলি। কিছুদিন আগে পর্যন্ত বিষয়টা অন্যরকম ছিল জলসার কাছে গো হারান হার ছিল জি বাংলা। কিন্তু আবারও নিজের স্থান পুনরুদ্ধার করল জি বাংলা।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial TRP List)
1st •• ফুলকি 7.3
2nd •• গীতা LLB 7.1
3rd •• নিম ফুলের মধু 6.8
4th •• কথা 6.4
5th •• জগদ্ধাত্রী, উড়ান 6.2
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!