“এই হোমো আবার সিরিয়াল করবে? আর কি যে দেখবো!”— সিরিয়াল ডেবিউয়ের আগেই দর্শকদের একাংশের কটাক্ষের মুখে অনন্যার বর সুকান্ত!

অভিনয়ে আত্মপ্রকাশের আগেই ট্রোলিংয়ের শিকার হতে হল ইউটিউবার ‘সুকান্ত কুন্ডু’ (Sukanta Kundu) কে। সম্প্রতি তাঁর একটি সিরিয়াল লুক প্রকাশ্যে আসতেই, দর্শকদের একাংশ নানান মন্তব্যে মুখর হয়ে ওঠেন। কেউ কেউ যেমন আগ্রহ প্রকাশ করেছেন তাঁর অভিনয় দেখতে, তেমনই আবার কেউ সরাসরি তাঁকে ‘গে’ (Gay) বলে কটাক্ষ করতে শুরু করেছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেইসব কমেন্ট— যেগুলোর ভাষা কেবল কুরুচিকর নয়, বরং একটি মানুষের জেন্ডার এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণের নিদর্শন।

কমেন্ট সেকশনে একজন লিখেছেন, “এই হোমো আবার সিরিয়াল করবে? আর কি যে দেখবো!”— যা স্পষ্টতই হোমোফোবিক এবং বিদ্বেষমূলক মন্তব্য। এমন ভাষার ব্যবহার কেবল একজন শিল্পীর প্রতি অসম্মানজনক নয়, বরং সামগ্রিকভাবে এক বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধেও একধরনের ঘৃণার বহিঃপ্রকাশ। একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যখন নিজের কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, তখন এমন মন্তব্য তাঁর মানসিক প্রস্তুতির পথকে কাঁটাযুক্ত করে তুলতে পারে।

আবার এক নেটিজেন মন্তব্য করেছেন, “এর কথার স্টাইল আমার ভালো লাগে না”— যা আবারও প্রমাণ করে, একজনের চেহারা বা কথা বলার ভঙ্গি নিয়েও মানুষের মধ্যে কতটা আপত্তি থাকতে পারে, বিশেষত পুরুষদের ক্ষেত্রে যদি তাঁরা তথাকথিত ‘মাচো’ ইমেজে না যান। এই ধরনের স্টেরিওটাইপ এখনো সমাজে কতটা গভীরভাবে প্রোথিত, তা ফের একবার প্রকাশ্যে এল এই কমেন্টগুলোর মাধ্যমে। কেউ কেউ তো অনন্যার পছন্দকে কাঠগড়ায় তুলেছেন।

তবে ট্রোলিং এমন পর্যায়ে পৌঁছেছে যে রীতিমতো অসহনীয়! যেমন কেউ বলেছেন, “সুকান্ত আর সায়ক জুটি হলে খুব ভালো হয়।” অর্থাৎ তিনি সায়ক আর সুকান্তর বন্ধুত্বকে কতটা বিকল্প দৃষ্টিতে দেখেন এটি তার উদাহরণ। অথচ একজন ইউটিউবার যখন দীর্ঘদিনের প্রচেষ্টায় একটি নির্দিষ্ট জায়গা তৈরি করেন এবং নিজের স্বপ্নকে বড় পরিসরে রূপ দিতে চান, তখন এমন সমর্থনের বদলে বিদ্বেষমুখর শব্দ শোনা সত্যিই হতাশাজনক।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে ‘দুই শালিক’! ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন অভিনেত্রী? কবে হবে শেষ টেলিকাস্ট ?

সব মিলিয়ে, সুকান্ত কুন্ডুর সিরিয়ালে পা রাখার খবরে উৎসাহ যতটা নেই, তার থেকে বেশি দেখা যাচ্ছে কটাক্ষ ও বিদ্বেষ। তাঁর জেন্ডার এক্সপ্রেশন, পোশাক, কথা বলার ভঙ্গি— সবকিছুকে ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন, বিদ্রুপ ও অপমানের বন্যা। এটা কেবল একজন মানুষের বিরুদ্ধে নয়, বরং সমাজে ভিন্নস্বাদের প্রতি গ্রহণযোগ্যতা কতটা কম, তার প্রতিফলন। এখন দেখার, এই কটাক্ষের জবাবে সুকান্ত কীভাবে তাঁর অভিনয় দিয়ে প্রত্যুত্তর দেন।