বাংলার ছোটপর্দায় মা, কাকিমা, শাশুড়ির চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখার্জি। একাধিক ধারাবাহিকে তার সাবলীল অভিনয় তাকে ঘরোয়া দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ করে তুলেছে। স্টার জলসা, জি বাংলা থেকে কালার্স বাংলা—সব চ্যানেলের পর্দায় দেখা মিলেছে তার অভিনয়ের জাদু। কিন্তু বেশ কিছুদিন ধরেই টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না তাকে। সিনেমা কিংবা ওটিটি প্ল্যাটফর্মেও অনুপস্থিত এই প্রতিভাবান অভিনেত্রী। তার অনুপস্থিতি নিয়ে কৌতূহল বেড়েছে দর্শকমহলে। অনেকেই জানতে চাইছেন, তবে কি অভিনয়জগৎ থেকে স্থায়ীভাবে বিদায় নিয়েছেন তিনি?
সত্যি বলতে, ব্যক্তিগত জীবনের এক গভীর শোকের কারণেই অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন সুভদ্রা। গত বছর দুর্গাপূজার সময় ঘুমের মধ্যে আকস্মিকভাবে মৃত্যু হয় তার স্বামী ফিরোজের। মাত্র ৬০ বছর বয়সেই চিরবিদায় নেন তিনি। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে সুভদ্রার জীবন যেন এক মুহূর্তে বদলে যায়। স্বামী হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। পরিবার সামলানোর দায়িত্ব কাঁধে নিয়ে নিজেকে একটু একটু করে সামলে ওঠার চেষ্টা করলেও, এই শোক তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
বর্তমানে ছেলেকে নিয়েই কাটছে তার দিন। সংসার, ব্যক্তিগত দায়িত্ব সবকিছুর চাপ সামলে অভিনয়ের জন্য আলাদা সময় বের করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই আপাতত ক্যামেরার সামনে ফেরা থেকে নিজেকে দূরে রেখেছেন। যদিও তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, কবে আবার তিনি ফিরে আসবেন ছোট পর্দায়। অনেকে মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আবার অভিনয়ের জগতে ফিরবেন, কিন্তু এখনো তিনি সেই সিদ্ধান্ত নেননি।
‘আলোর কোলে’ ধারাবাহিকে শেষবারের মতো দেখা গিয়েছিল সুভদ্রাকে। বাস্তব জীবনেও তিনি প্রাণোচ্ছল, হাসিখুশি একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অনেকটাই নিভৃত জীবনযাপন করছেন। সামাজিক অনুষ্ঠানেও খুব একটা দেখা যাচ্ছে না তাকে। স্বামীহারা হওয়ার পর জীবন যে এক নতুন মোড় নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ রহস্যে মোড়া মৃ’ত্যু! দু বছরের ছেলেকে নাকি মদ্যপান করাতেন মহুয়া রায়চৌধুরী, এবার নায়িকার নাম ভূমিকায় স্বস্তিকা?
তবে সুভদ্রা মুখার্জি অভিনয় থেকে একেবারে বিদায় নিয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তিনি নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার ভক্তরা আশায় রয়েছেন, একদিন আবার ছোটপর্দায় ফিরবেন তাদের প্রিয় অভিনেত্রী। সময়ের সঙ্গে তিনি যদি অভিনয়ের প্রতি ফের আগ্রহী হন, তবে হয়তো আবারও নতুন চরিত্রে তাকে দেখা যাবে। আপাতত, তিনি নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছেন, যা তার মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।