শুক্রবার রাত থেকেই টলিউডের অন্দরমহলে এক নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অবৈধ বেটিং অ্যাপ মামলার (Illegal Betting App Case) তদন্তে এবার নাকি টলিউডের নামও জড়িয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, এই একই ঘটনায় অভিনেতা-প্রযোজক ‘অঙ্কুশ হাজরা’কে (Ankush Hazra) সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির তদন্তের নজরে আগে থেকেই একাধিক দক্ষিণী তারকা রয়েছেন।
বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতি কিংবা প্রকাশ রাজের মতো জনপ্রিয় নাম আগেই এই মামলায় জড়িয়েছিল। শুধু তাই নয়, গত মাসেই প্রায় ২৯ জন অভিনেতা এবং একাধিক ইনফ্লুয়েন্সরকে ইডির তরফে সমন পাঠানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই এখন অঙ্কুশ হাজরার নাম আলোচনায় আসায় টলিউডের ভেতরে বাইরে নানা জল্পনা শুরু হয়েছে।
অভিযোগ, অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার কারণেই অঙ্কুশের বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। যদি এই খবর সত্যি হয়, তাহলে তিনিই হবেন প্রথম টলিউড অভিনেতা, যাঁর বিরুদ্ধে বেআইনি বেটিং অ্যাপ প্রচারের জন্য ইডি তদন্তে নাম লেখাল। স্বাভাবিকভাবেই এই খবরে ভক্ত থেকে ইন্ডাস্ট্রির অনেকেই বিস্মিত। কেউ কেউ এটাকে শুধুই গুজব বলে মনে করছেন।
আবার কারও মতে বিষয়টির সত্যতা প্রমাণ হলে টলিউডের ভাবমূর্তিতেই ধাক্কা লাগতে পারে। যদিও বিষয়টি এখনো সরকারি ভাবে নিশ্চিত হয়নি, তবুও খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন দুনিয়ায়। এই ঘটনার বিষয়ে অভিনেতার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি অঙ্কুশ হাজরাকে। তাঁর নম্বরে একাধিকবার ফোন বেজে গেলেও শেষ পর্যন্ত কেটে যায়।
আরও পড়ুনঃ “শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যেবাদী!” “পুরুষত্বের প্রমাণ দিন, কুকথা বন্ধ করুন!”—অভিনেতাকে একহাত নিলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী! প্রকাশ্যে আনলেন অভিনেতার পুরনো ভিডিও, খুলে দিলেন ভালো মানুষের মুখোশ!
এমনকি তাঁর সঙ্গিনী অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকেও পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে তাঁদের কোনও বক্তব্য পাওয়া যায়নি বলেই খবর। সব মিলিয়ে প্রশ্ন উঠছে— দক্ষিণী ইন্ডাস্ট্রির পর এবার কি টলিউডেও তদন্তের ছায়া পড়তে চলেছে? অনেকে মনে করছেন, যদি অভিযোগ সত্যি হয় তবে এটি শুধু ব্যক্তিগত নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্যই একটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। এখন সবার চোখ ইডির পরবর্তী পদক্ষেপের দিকে।