দুটো সম্পর্কে আছেন ‘মুমু দিদির মা’! ‘দিদি নং ১’ এ মুখ খুললেন সুচন্দ্রা ব্যানার্জি
জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হয়ে উঠছে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। উর্মি সাত্যকির মিষ্টি প্রেম এবং বাড়ির সকলকে নিয়ে দর্শকদের ভালবাসা পেয়ে এগিয়ে চলেছে ধারাবাহিক। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করছেন মলি সরকার। তাঁকে মুমু দিদির মা বলে ডাকে ঊর্মি।
এই ধারাবাহিকে সাত্যকির কাকিমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। মা বগলার দয়া কথাটি বেশ প্রচলিত তাঁর ডায়লগের মধ্যে থেকে। পর্দায় যেমন তিনি ডানপিটে, বাস্তবেও মুখ দিয়ে কথার ফুলঝুরি ছোটে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সুচন্দ্রা ব্যানার্জি যান। সেখানে তিনি রচনার সঙ্গে নানা মজার ঘটনা শেয়ার করতে থাকেন। এই চরিত্রে অভিনয় করার পর থেকে নাকি তাঁর নামও ‘মা বগলা’ ই হয়ে গিয়েছে। শো চলাকালীন তিনি সেই সময়টা পুরো মাতিয়ে রেখেছেন এই এপিসোড। এর মাঝেই দিদি সকলের মতো তাঁকেও তাঁর বিশেষ মানুষের কথা।
সুচন্দ্রা পরিষ্কার বলেন যে তিনি নাকি দুজনের সঙ্গে প্রেম করেন। এই জবাব শুনে অবাক হয়ে যায় সকলে। দুজনকে ম্যানেজ করে আলাদা আলাদা ভাবে সময় তিনি কাটান তাদের সঙ্গে নাকি। একদিকে একজনকে নিয়ে পাড়ার গলিতে প্রেম করেন আর অন্যজনকে নিয়ে ঘুরে বেড়ান অনেক দূর। তাঁর সেই দুই প্রেমিক হলো একটা সাইকেল অন্যটা তাঁর চার চাকা।