টলিউডে সম্পর্ক ভাঙার খবর এখন আর নতুন কিছু নয়। রোজই কারও না কারও ব্যক্তিগত জীবনে টানাপোড়েন শোনা যায়। তবে এই ব্যতিক্রমী বাস্তবতার মধ্যেই সব্যসাচী চক্রবর্তী জ্যেষ্ঠ পুত্র ‘গৌরব চক্রবর্তী’ (Gaurav Chakrabarty) এবং ‘ঋদ্ধিমা ঘোষ’ (Ridhima Ghosh) যেন এক অনন্য উদাহরণ। সাত বছর আগে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। এখন এক পুত্রসন্তান ‘ধীর’-এর অভিভাবক এই দুই তারকা। কিন্তু শুধু বাবা-মা নয়, একে অপরের বন্ধু, সঙ্গী এবং প্রেমিক হিসেবেও এখনও শক্তভাবে পাশে রয়েছেন তাঁরা।
প্রসঙ্গত গৌরব-ঋদ্ধিমার প্রেমের শুরুটা সিনেমার সেটেই। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রঙমিলান্তি’ ছবিতে কাজ করতে গিয়েই প্রথম আলাপ। আর সেই আলাপই ধীরে ধীরে পরিণত হয় প্রেমে। খুব অল্প সময়েই বুঝে ফেলেন—একজন আরেকজনের জীবনে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। এরপর ২০১৭ সালে বন্ধুত্বকে পরিণতি দেন গৌরব-ঋদ্ধিমা। একসঙ্গে নতুন ঘর বাঁধেন, শুরু হয় নতুন যাত্রা। বর্তমানে তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু ছোট্ট ধীর।
ছুটি পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তাঁরা। পাহাড়, জঙ্গল, সমুদ্র—সব জায়গাই ঘুরে ফেলেছেন একসঙ্গে। ভ্রমণ তাঁদের জীবনের অন্যতম ভালো লাগা, কিন্তু একে অপরের সান্নিধ্যই তাঁদের সবচেয়ে বড় আনন্দ। কখনও ঋদ্ধিমার সঙ্গে, কখনও পরিবার নিয়েও বেড়াতে গেছেন গৌরব। আর এই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরব বলেন, “বউ আর বাচ্চা এখন আমার কাছে একটা গোটা পৃথিবী। আমার জীবনে পরিবারের গুরুত্ব সবার আগে এবং সবচেয়ে বেশি।
আমার জীবনের সিংহভাগটাই আমি পরিবারকে দিয়েছি, বলতে গেলে বাবা-মায়ের শিক্ষা এটা।” একটি বিশেষ অভিজ্ঞতাও ভাগ করেছেন তিনি, “একবার এমনও হয়েছে, ঋদ্ধিমার দাদু-দিদাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল। ঠিক সেই সময় একটা দারুন ছবির অফার পাই, আমি পরিষ্কার জানিয়ে দেই যে অভিনয় করতে পারব না। তারা আমাকে বলেন, ঘুরতে যাবার জন্য এত ভালো সুযোগ ফিরিয়ে দিচ্ছো? আমার উত্তরটা ছিল, বুঝতে ভুল করছেন!
আরও পড়ুনঃ বাবা-মায়ের বিবাহবার্ষিকীতেও মেয়ে কমলিনীর চোখে জল, নিজের বাড়িতেই আজ অতিথি সে! নিজের ঘরেই বাইরের লোক বলে আখ্যা বৌদির, দিলেন খাওয়ার খোঁটা! কমলিনীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব স্বতন্ত্র!
আমি ছুটিতে যাব বলে কাজ ছাড়ছি না বরং ঋদ্ধিমার দাদু-দিদার সঙ্গে হয়তো আর কোনদিনও ঘুরতে যাওয়ার সুযোগ পাবো না।” গৌরবের মতে, জীবনের কিছু মুহূর্ত এমন, যা হয়তো আর কখনও ফিরে আসবে না। টলিউডের এই তারকা দম্পতির সম্পর্ক আজও অনেকের কাছেই অনুপ্রেরণা। যেখানে প্রতিদিন কোনও না কোনও বিচ্ছেদের খবর ছড়ায়, সেখানে গৌরব ও ঋদ্ধিমা যেন টিকে থাকার গল্প শোনান।