প্রতিদিন শুটিং যাওয়ার সময়ই দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা হয় ‘বৃহন্নলা দিদি’দের সঙ্গে, উত্তম কুমারের নাতি তথা অভিনেতা ‘গৌরব চট্টোপাধ্যায়’-এর (Gourab Chatterjee)। যাতায়াতের পথেই তাদের দেখা মাত্রই গাড়ির জানলার কাচ খুলে দুই মিনিটের ছোট্ট আলাপচারিতা গড়ে ওঠে, যা বহুদিন ধরে চলে আসছে। এবারের রাখিবন্ধনেও (Raksha Bandhan 2025) ‘দিদি’রা বিশেষ ভালোবাসা নিয়ে গৌরবের হাতে রাখি বাঁধলেন। এই মুহূর্তের ছবি গৌরব নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “তোমাদের ভালবাসা আর সমর্থন আমাকে রোজ অপরাজেয় করে তোলে, শুভ রাখিবন্ধন।”
সমাজে যাদের পরিচয় ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে, আজও নিজেদের সম্মানের জন্য লড়াই করে চলেছেন তারা। অভিনেতা গৌরব জানান, এই ‘দিদি’দের সঙ্গে তার সম্পর্ক নিছক ভালবাসা আর সম্মানের ওপর দাঁড়িয়ে আছে। তিনজন ‘দিদি’র সঙ্গে সকালে কথা বলে কাজে যান এবং ফেরার সময় দুজনের সঙ্গে দেখা করে ফেরেন। ওরা কখনও তার কাছে কিছু চান না, শুধুই হাসি-আলাপ করলেই খুশি হয়ে যান। রাখিবন্ধনের দিন তারা গৌরবকে আগেই বলেছিলেন, ওই দিন তাঁকে আসতেই হবে। আর সেই কথা অনুযায়ী গৌরবের হাতে রাখি বাঁধলেন তাঁরা।
সমাজ মাধ্যমে অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা গেল, একটি হাত যেখানে বাধা কিছু রাখি। কোনওটাতে ভাই-বোনের মুখ আঁকা, আবার কোনওটা ঝলমলে পাথরে সজ্জিত। অভিনেতা এদিন বলেন, “আমি কখনও তাদের কিছু দিইনি। আজ তাঁরা নিতে না চাইলেও, নিজের মতো যা পারলাম দিলাম। আজকের দিনের এই অনুভূতিটা আজীবন হৃদয়ে থেকে যাবে। আমরা অনেক সময় ভুলে যাই, ওরাও আমাদের মতোই প্রতিনিয়ত লড়াই করে চলেছে। যারা শুধু ভালবাসা চায়, তাদের সেটা একটু হলেও দিতে পেরে খুব ভালো লাগছে।”
এই সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করতেই, গৌরবের সহকর্মী এবং অনুরাগীরা তাদের আন্তরিকতা প্রকাশ করেছেন। মিমি চক্রবর্তী লিখেছেন, “কী আন্তরিক! চোখ ফেরাতে পারছি না, একটানা দেখে চলেছি।” প্রযোজক নীলাঞ্জনা শর্মাও গৌরবের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। উল্লেখ্য, অভিনেতা বরাবরই চাপা স্বভাবের। ভালোবাসা হোক অথবা ক্ষোভ, সহজেই প্রকাশ পায় না তার। সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরবকে স্ত্রী দেবলীনার সঙ্গে উত্তম কুমারের গান ‘দেখুক পাড়া পড়শিতে’তে নাচেতে দেখা যায়। যদিও গৌরব খানিকটা অন্তর্মুখী, দেবলীনা প্রাণোচ্ছল আর বহির্মুখী।
আরও পড়ুনঃ অবশেষে মুক্তি পেল কমলিনী! চূড়ান্ত শুনানির মাঝেই আদালতে প্রবেশ মিটিল-সোহিনীর, রায়ের আগে বদলে গেল হাওয়া! কাঠগড়ায় সোহিনীর স্বীকারোক্তি, খুলে গেল চন্দ্রের মুখোশ! কারাবাস আটকাতে পারবে না কেউ!
স্ত্রীর আবদারেই গৌরবকে নাচতে হয়, যা সম্পর্কের মধুরতার প্রমাণ। দেবলীনা একবার বলেছিলেন, “যারা আমাদের চেনেন, তারা জানেন যে আমার মানুষটা নাচের থেকে শত হাত দূরে, কিন্তু বিয়ে হয়েছে একজনের সঙ্গে যে সারাদিন নাকি নেচে বেড়াচ্ছে। তাই অগত্যা আর কী করে!” এই মিষ্টি মূহুর্তেই স্পষ্ট হয় তাঁদের সম্পর্কের গভীরতা। প্রসঙ্গত, দুই তারকার সংসার করোনাকালে শুরু হলেও তাঁদের জীবন এখনও প্রেম আর আনন্দে ভরে রয়েছে। একসঙ্গে সাইক্লিং, দেশ-বিদেশ ভ্রমণ ও কাজের ফাঁকে তারা একে অপরকে পাশে রেখেই তাদের সংসার গড়ে তুলেছেন।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।