একটা সময় তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে ছিলেন সোনিকা। সম্পর্কের রঙে রঙিন সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। অভিনেতা ‘সাহেব ভট্টাচার্যে’ (Saheb Bhattacharya) এর কাছে প্রেমিকা ‘সোনিকা চৌহান’ (Sonika Chauhan) এর উপস্থিতি ছিল যেন এক জাদুর মতো—যে জাদু হারিয়ে গেছে এক অভিশপ্ত রাতে। আট বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা মুহূর্তে ওলটপালট করে দিয়েছিল তাঁর গোটা জীবন। সেদিন রাতেই প্রিয় মানুষটিকে হারিয়েছিলেন তিনি, যাঁর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন সাহেব।
ঘটনার পরপরই ছড়িয়ে পড়েছিল একাধিক গুঞ্জন—বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল সাহেব-সোনিকার মধ্যে। কিন্তু সবকিছু থমকে যায় সেই রাতেই। গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু হয়। যাঁর গাড়িতে ছিলেন সোনিকা, সেই অভিনেতা ‘বিক্রম চট্টোপাধ্যায়’ (Bikram Chatterjee) এর বিরুদ্ধে পরে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়। আদালতে মামলাও হয়। যদিও এখনও পর্যন্ত সেই মামলার কোনও চূড়ান্ত রায় আসেনি। তদন্তে উঠে আসে—সেদিন রাতে দু’জনে পার্টি থেকে ফিরছিলেন এবং বিক্রম গাড়ি চালাচ্ছিলেন, পাশাপাশি তাঁর রক্তে অ্যালকোহলের উপস্থিতিও ধরা পড়ে।
সেই দুর্ঘটনার পর অভিনেতা বিক্রম কিছুদিনের জন্য জনসমক্ষে আসা বন্ধ করেন। অভিনয় থেকেও সরে দাঁড়ান। একইভাবে সাহেবও হয়ে পড়েন একা—চুপচাপ নিজের মতো করে শোককে আগলে রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে ফের চেনা জগতে ফিরেছেন বিক্রম। একের পর এক ওয়েব সিরিজ, সিনেমা, ইন্টারভিউ—সবই চলছে পুরোনো ছন্দে। যেন কিছুই ঘটেনি। আর এই জায়গাতেই বহুজনের মন খচখচ করে। যারা সোনিকাকে কাছ থেকে চিনতেন, তাঁদের কাছে এখনও প্রশ্ন—এত বড় একটি মৃত্যু, তার দায়ভার কোথায়?
আজও সাহেব ভুলতে পারেননি সেই রাত। তাঁর কণ্ঠে বিষাদের ছায়া আজও স্পষ্ট। সম্প্রতি ঠাকুরপুকুরে ঘটে যাওয়া আরেকটি মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি অকপটভাবে বলেন—“এই ঘটনাতেও কোনও বড় শাস্তি হবে না।” তাঁর কথার মধ্যে ঝরে পড়ে হতাশা। তিনি জানিয়ে দেন, আট বছর আগে প্রিয়জনকে হারালেও এখনও সুবিচার মেলেনি। অপরাধী, তাঁর মতে, বহাল তবিয়তে জীবন কাটাচ্ছেন। এইরকম ঘটনার বিচার পেতে গেলে যেভাবে লড়াই করতে হয়, তা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব বলেই বিশ্বাস করেন তিনি।
আরও পড়ুনঃ পার্টির পরে হঠাৎ ‘গায়েব’ ঋ-ভিক্টো! আরিয়ানের বাড়িতে পৌঁছানোর আগে কোথায় ছিল এই দুজন? অন্ধকারে কি লুকোচ্ছে কোনও তথ্য? ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক স্যান্ডি সাহা!
তিনি বলেন পুলিশ যেসব মামলা দায়ের করেছে এই ঘটনায়, তাতে সহজেই মুক্তি পেয়ে যাওয়া যায়। পুলিশ যদি কোন শক্ত মামলা না গড়ে তুলতে পারে তাহলে কোনদিনই সুবিচার মিলবে না। এই মুহূর্তে ছোটপর্দায় সাহেব নতুন ইনিংস শুরু করেছেন ‘কথা’ ধারাবাহিকের হাত ধরে। নিজেকে একটু একটু করে আবার গুছিয়ে নিচ্ছেন সাহেব, এখনো তাঁর হৃদয়ের ভিতর জমে আছে না বলা বহু যন্ত্রণার কাহিনি। সোনিকার স্মৃতি রয়ে গেছে সবসময়। তবে সেই অতীত থেকে শিক্ষা নিয়েই যেন আরও শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি।
খাওয়ানোর নাম করে মায়ের রান্না নিয়ে ব্যবসা? মায়ের স্বপ্নকে ঘিরে ব্যবসার অভিযোগ! নোংরা কটাক্ষের মুখে বাংলার জনপ্রিয় গায়িকা!