“আমরা তিনজনেই একই পেশায়, প্রতিদ্বন্দ্বিতা থাকে…সব সময় চেষ্টা করি, বাড়িটাকে ঘরে পরিণত করতে!”— কৌশিক সেনের বিশেষ উদ্যোগে মুগ্ধ ‘স্বার্থপর’ সহ-অভিনেত্রী কোয়েল! পরিবারের উষ্ণতা অটুট রাখতে অভিনেতা ‘ঘর বানানো’র কী মন্ত্র শেখালেন?

বর্তমান দিনের ভাই-বোনের টানাপোড়েন, অভিমান আর নিঃস্বার্থ বন্ধনের গল্প নিয়েই ভাইফোঁটাতে মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক (Koel Mallick) অভিনীত নতুন ছবি ‘স্বার্থপর’ (Sharthopor)। মুক্তির সময় এই ছবি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করেছেন ‘কৌশিক সেন’ (Kaushik Sen) । দু’জনের সম্পর্কের রসায়নেই ফুটে উঠেছে সেই চেনা আবেগ, যা প্রতিটি বাঙালি পরিবারের অন্দরমহলে প্রতিদিনের মতোই ঘটে চলে।

সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কৌশিক সেন নিজেও। নিজের অভিনয় দেখা নিয়ে অনেকের মতোই তাঁর উত্তেজনা ছিল প্রবল। ছবি শেষ হতেই চোখে জল নিয়ে অভিনেতা জানিয়েছিলেন, ছবির গল্প এবং সকলের দুর্দান্ত অভিনয় দেখে নিজের চোখের জল আটকে রাখতে পারেনি তিনি। তাঁর গলায় ছিল আবেগের ছোঁয়া, আর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল এই গল্প তাঁর মনের কতটা কাছের। কৌশিক আরও বলেন, এই ধরনের ছবির আজ খুব প্রয়োজন।

নারীর অধিকার হোক বা আবেগ, সব ক্ষেত্রেই এই গল্পগুলির দরকার। বাস্তব জীবনের সাথেই মিল খুঁজে পাওয়া যায় এই বক্তব্যে। কারণ কৌশিক সেনের নিজের পরিবারও অভিনয়জগতের এক গুরুত্বপূর্ণ অংশ। কৌশিক সেনের পরিবার বরাবরই অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী রেশমি সেন এবং ছেলে ঋদ্ধি সেনও অভিনয় জগতে বর্তমানে বেশ প্রতিষ্ঠিত। এমনকি ঋদ্ধির বিশেষ বান্ধবী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয়। তবে বড় পর্দা থেকে থিয়েটারে বেশি জনপ্রিয় এই সেন পরিবার।

তবে অভিনয়ের এই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও কৌশিকের পরিবারে রয়েছে এক বিশেষ বন্ধন। ‘স্বার্থপর’ ছবি নিয়ে এক সাক্ষাৎকারে সহ অভিনেত্রী কোয়েলের পাশে বসে অভিনেতা জানিয়েছিলেন, “আমি সব সময় চেষ্টা করি, যাতে বাড়িটাকে ঘরে পরিণত করা যায়। আমরা তিনজনেই একই পেশায় থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতার একটা সম্ভাবনা থেকেই যায়। একে অপরের জন্য বিশেষ সময় বের করতে না পারলেও দিনের শেষে ডিনারটা আমরা একসঙ্গেই করি।”

আরও পড়ুনঃ আমার প্রতি কেউ হিংসা পোষণ করলেও আমার কিছু যায় আসে না! একটাই জীবন, যেটা মনের ইচ্ছে সেটা পূরণ করবেন! কখন চলে যেতে হবে কেউ জানে না! অকপট শুভশ্রী গাঙ্গুলী

তাঁর এই মন্তব্যে ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতা ও বাস্তব জীবনের সংযম, যা শুনে কোয়েলও এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। অন্যদিকে, কোয়েল মল্লিক নিজেও এই ছবিতে নিজের চরিত্র নিয়ে ভীষণ খুশি। ভাই-বোনের সম্পর্কের যে সূক্ষ্মতা, তা খুব যত্ন নিয়ে ধরেছেন পরিচালক অন্নপূর্ণা বসু। পুরো ছবিতে একদিকে যেমন মিষ্টি খুনসুটি আছে, তেমনই রয়েছে গভীর আবেগের মুহূর্ত। তাই দর্শকরা বলছেন, ভাইফোঁটার আগে ‘স্বার্থপর’ যেন হয়ে উঠেছে এক আবেগঘন পারিবারিক উপহার।