ঘর থেকে ছুঁ’ড়ে ফেলে দেওয়া হয় জিনিস! বৃদ্ধ বয়সে ঘর থেকে বে’র করে দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রকে!

বাংলা চলচ্চিত্র (Bengali Cinema) জগতের কিংবদন্তি অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra)। একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি বিনোদন জগত থেকে অনেকটাই দূরে ছিলেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে অভিনয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনেতার। ফেব্রুয়ারিতে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন মনোজ মিত্র। তবে তাঁর অসুস্থতার খবর বদলে যায় ‘মৃত্যুর খবরে’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যু সম্পর্কিত গুজব।

তবে আজ অর্থাৎ ১২ই নভেম্বর মঙ্গলবার সত্যিকার অর্থেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। গত সেপ্টেম্বর মাসেই গুরুতর অবস্থা হয়ে উঠেছিল তার। সেই সময়ও তার মৃত্যুর আশঙ্কা করা হয়। আর আজ সত্যিকারেই বাঞ্ছারামের বাগান শূন্য করে দিয়ে চলে গেছেন তিনি। ‌

অভিনেতার জীবন সম্পর্কে জানা নেই অনেকেরই। কিংবদন্তি অভিনেতার অভিনয় হাতেখড়ি নাটকের মাধ্যমে। ছোটবেলায় নাটক দেখে ভালো লেগে যেতে পরে অভিনয় শুরু করেন তিনি। বাবার বদলির চাকরি হওয়ায় গৃহশিক্ষকের কাছেই পড়াশোনা করতেন মনোজ মিত্র। আগ্রহ ছিল উচ্চশিক্ষাতেও। একসময় গবেষণার কাজ শুরু করলেও পরবর্তীতে তা শেষ করতে পারেন নি তিনি।

নব্বই দশকের রূপোলি পর্দায় দাপুটে অভিনেতা ছিলেন মনোজ মিত্র। তাঁর অভিনয় করা চলচ্চিত্র গুলির মধ্যে উল্লেখযোগ্য হল শত্রু, ঘরে-বাইরে, গণশত্রু, মধূমালতি, আদালত, ময়নাতদন্ত, দামু, অন্তর্ধান, হুইলচেয়ার ইত্যাদি। বাংলা চলচ্চিত্রের তাঁবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। যাঁদের মধ্যে অন্যতম সত্যজিত রায়, তপন সিনহা, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার, গৌতম ঘোষ সহ আরও অনেকে।

আরও পড়ুন: কালিপদর সঙ্গে আঁখির বিয়ে ঠিক করল প্রিয়রঞ্জন! বাবার কথায় ‌তোয়াক্কা করল না গৌরব! বোনকে বাঁ’চাতে ছুটে আসবে কী ঝিলিক?

উল্লেখ্য, গত ২০১৮ সালে আদালতের নির্দেশে বাড়িঘর ছেড়ে পথে এসে দাঁড়াতে হয়েছিল তাঁকে। ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। সেই ঘরে তাঁর রিহার্সালও চলত। আর্থিক অনটন ও অপমান সয়ে ঘর ছেড়েছিলেন অভিনেতা মনোজ মিত্র। তারপর কেটে গিয়েছে আরও বেশ কিছু বছর। সেই অর্থে আর অভিনয়ে না ফিরলেও লেখালেখি চালিয়ে গেছেন তিনি। কিন্তু আজ মৃত্যুর কাছে পরাজিত হলেন তিনি।