“তোর ভাই পারে, তুই কেন পারিস না? তোর দিদি করতে পারল আর তুই পারছিস না?”— তুলনা টানার মতো বাস্তব জীবনের কড়া সত্যি নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক! বর্তমান সমাজে ভাই বোনেদের মধ্যে ভালোবাসা থাকার বদলে কেন দূরত্ব বেড়েই চলেছে – সে বিষয়ে কি জানালেন অভিনেত্রী?

বিনোদন জগতের তারকাদের জীবন সবসময়ই দর্শকের কাছে কৌতূহলের কেন্দ্রবিন্দু। শুধু তাঁদের অভিনয় নয়, বাস্তব জীবনে তাঁদের চিন্তাভাবনাও মানুষ জানতে চায়। অনেক সময় কোনও অভিনেতা বা অভিনেত্রীর একটি মন্তব্যই সমাজে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি তেমনই এক বাস্তব বার্তা দিলেন টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক।

কোয়েল মল্লিক টলিউড কুইন। তাঁর সৌন্দর্য, মিষ্টি ব্যবহার আর সাবলীল অভিনয় বরাবরই দর্শকের মন জয় করেছে। দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। জনপ্রিয়তা যেমন অপরিসীম, তেমনই পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা এবং ভালোবাসাও সকলের জানা। বাবা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল সবসময়ই নিজের মত করে জীবনকে দেখেন এবং সেই ভাবনাই সম্প্রতি উঠে এল তাঁর কথায়।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘স্বার্থপর’ । বহু বছর পর ফের পর্দায় দেখা যাবে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে একসঙ্গে। এই সিনেমা নিয়েই এখন টলিউডে উত্তেজনা তুঙ্গে। ছবিটি মূলত দাদা-বোনের সম্পর্কের টানাপোড়েনের গল্প, যেখানে ভালোবাসা, দায়িত্ববোধ এবং আত্মত্যাগের এক আবেগঘন কাহিনি ফুটে উঠেছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাস্তব জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন অভিনেত্রী। কোয়েল বলেন, “একই বাড়ির বাচ্চাদের সবসময় তুলনা করা হয়— তোর ভাই আজ ভালো কাজ করেছে, তুই পারিস না কেন? এই মানসিকতা শিশুদের মধ্যে হিংসা বাড়ায়।” তাঁর মতে, এই অভ্যাসই ভাই-বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, যেখানে ভালোবাসার জায়গা থাকা উচিত, সেখানে জন্ম নেয় প্রতিযোগিতা।

আরও পড়ুনঃ “ছেলেটা স্পেশাল চাইল্ড, তাও কখনও আলাদা চোখে দেখিনি বরং ও-ই আমার সাহস!” “মাত্র তিন দিন বয়স থেকেই অপারেশন শুরু হয়েছে…ওর ডান হাত অকেজো, নিজেই হাঁটা শিখেছে!”— খলনায়কের মুখোশের আড়ালে সাগ্নিক একজন লড়াকু বাবা! জানুন অভিনেতার অজানা জীবনযুদ্ধ!

‘স্বার্থপর’-এর গল্পও এই বাস্তবতার প্রতিফলন। কোয়েল জানান, সিনেমার মধ্য দিয়েই তিনি দর্শকদের সামনে তুলে ধরেছেন ভালোবাসা আর সম্পর্কের মূল্যবোধ। পারিবারিক বন্ধনের এই বার্তাই আজকের সমাজে সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করেন অভিনেত্রী।